নীলফামারী: ডোমারে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উপজেলা পরিষদ মাঠে বিজয়ী দুই দলের হাতে ট্রফি তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা অফিসার মনছুর আলী।
টুর্নামেন্টে ছেলেদের বিভাগে পশ্চিম বোড়াগাড়ি বাগডোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ৩-২ গোলে বামুনিয়া কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এছাড়া মেয়েদের খেলায় দক্ষিণ চান্দখানা মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ৪-৩ গোলে শীবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এসএস