ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

প্যারাগুয়ের কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
প্যারাগুয়ের কষ্টার্জিত জয় ছবি: সংগৃহীত

ঢাকা: কোপা আমেরিকার গ্রুপ ‘বি’র ম্যাচে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়েছে প্যারাগুয়ে। গত আসরের রানারআপরা দ্বিতীয় ম্যাচে এসে জয় পেলেও টানা দুই ম্যাচেই হেরেছে জ্যামাইকা।



এর আগে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে ২-২ গোলে ড্র করে প্যারাগুয়ে। আর একই ব্যবধানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে হার মানে জ্যামাইকা।

ফেভারিট হিসেবেই মাঠে নামে প্যারাগুয়ে। খেলার প্রথম থেকেই তারা আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। অন্যদিকে, ডিফেন্সিভ কৌশল বেছে নেয় অপেক্ষাকৃত দুর্বল দল জ্যামাইকা। ৩৬ মিনিটে স্ট্রাইকার এডগার বেনিতেজের গোলে লিড নেয় প্যারাগুয়ে। এরপর কোনো দলই আর গোলের দেখা পায়নি।

অবশ্য, ব্যবধান বাড়ানোর কয়েকটি সুযোগ হাতছাড়া করেন গঞ্জালেজ-বেনিতেজরা। অপরদিকে, জ্যামাইকার খেলোয়াড়রা গোলমুখে মাত্র একটি শট নিতে সমর্থ হয়। নির্ধারিত সময় শেষে তাই প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছাড়ে র্যামন ডায়াজের শিষ্যরা।

উল্লেখ্য, ২০ জুন (শনিবার) গ্রুপপর্বের শেষ ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে প্যারাগুয়ে। অপর ম্যাচে টুর্নামেন্টের হট ফেভারিট  আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে জ্যামাইকা। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় প্রথমটি ও রাত সাড়ে তিনটায় দ্বিতীয় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।