ঢাকা: বাফুফে জাতীয় লটারি-২০১৪ সালে যে টিকেট বাজারে ছেড়েছিল তার মধ্যে ১০ হাজার টাকার টিকেট বরাদ্দ ছিল দি কুমিল্লা ক্লাবের নামে। ভাগ্যবান কুমিল্লা ক্লাব, কারণ সেই টিকেটগুলোর মধ্যেই লুকিয়ে ছিল ৩০ লক্ষ টাকার টিকেটটি।
বুধবার বাফুফে ভবনে এই লটারির পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের হাত থেকে প্রথম পুরস্কার ৩০ লক্ষ টাকার চেক গ্রহণ করেন ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হান্নান। আর লটারির দ্বিতীয় পুরস্কার বিজয়ীর সন্ধান এখনও পায়নি বাফুফে। তবে তৃতীয় পুরস্কার বিজয়ী বরিশালের এনামুল কবির উপস্থিত থেকে মন্ত্রীর হাত থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকার চেক গ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান মনে করেন দেশের ফুটবল উন্নতি করছে, আরো উন্নতি করবে,‘সরকারের পক্ষ থেকে আশ্বস্থ করতে চাই ভবিষ্যতে ফুটবলের উন্নয়নে কোন সহায়তার প্রয়োজন হলে আমরা করবো। ’
প্রথম পুরস্কার বিজয়ী কুমিল্লা ক্লাব মূলত একটি সামজিক প্রতিষ্ঠান। এ পুরস্কারের একটি বড় অংশ সামাজিক, ক্রীড়া খাতে ব্যায় হবে। তবে কি পরিমাণ অর্থ ব্যায় হবে তা ক্লাবের কর্তারা নির্ধারণ করবেন। আর তৃতীয় পুরস্কার বিজয়ী এনামুল কবির একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত আছেন। তিনি এ অর্থ পারিবারিক ও পড়াশুনার জন্য ব্যায় করবেন।
ওদিকে লটারি পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বাফুফে সিনিয়র সহ-সভাপতি জানালেন, 'এ লটারি থেকে প্রায় ৮০ লক্ষ টাকা আয় করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। '
বাফুফে লটারির প্রথম পুরস্কার ৩০ লক্ষ টাকা অথবা ঢাকায় একটি ফ্ল্যাট। সর্বমোট অর্ধকোটি টাকার ১১৬৫টি পুরস্কার প্রদান করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
ইয়া/এমএমএস