ঢাকা: ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশনের (ফিফা) সুইস ব্যাংক অ্যাকাউন্টটি সন্দেহজনজ। আর সংস্থাটির মানি লন্ডারিং নিয়ে সম্ভাব্য ৫৩টি সূত্র পাওয়া গেছে।
সুইজারল্যান্ড বর্তমানে অনুসন্ধান করছে যে, ফিফা আগামী ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের আয়োজনকারী হিসেবে কিভাবে রাশিয়া ও কাতারকে অনুমোদন দিল।
লোবার এ ব্যাপারে পদত্যাগ করা ফিফার প্রেসিডেন্ট সেপ ব্লাটার ও বর্তমান জেনালের সেক্রেটারী জেরম ভালকের সঙ্গে কোন সাক্ষাতকার নেয়নি। তবে তিনি জানিয়েছেন, তদন্তটি সহজ হবে না।
লোবার বলেন, ‘আমরা একটি জটিল তদন্তের মুখোমুখি। এটির অনুসন্ধান চলবে। তবে এতে সময়ের প্রয়োজন। ’
এর আগে যুক্তরাষ্ট্রের আদালতের রায়ে ও সুইস পুলিশের সহোযগীতায় দুর্নীতির দায়ে ফিফার সাবেক ও বর্তমান ১৪জনকে গ্রেফতার করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এমএমএস