ঢাকা: বিশ্বকাপ ও এশিয়া কাপের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচেও অক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার তাজিকিস্তানের বিপক্ষে ভালো খেললেও শেষ সময়ে গোল খেয়ে ড্র করেই মাঠ ছাড়ে ক্রুইফের শিষ্যরা।
ওদিকে আগামী ৩০ জুন ক্রুইফ-শোয়েচরার সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের খন্ডকালীন চুক্তি মেয়াদ শেষ হতে চলেছে। তাই বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলোতে কোচের দায়িত্বে ক্রুইফ ও শোয়েচলারই থাকছেন কিনা এ বিষয়ে সিদ্ধান্ত হবে (১৮ জুন) বৃহস্পতিবার।
এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানালেন,‘বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই ম্যাচ নিয়ে গতকাল (মঙ্গলবার) পর্যন্ত অফিসিয়ালি দায়িত্ব ছিলো দুই কোচের। চুক্তি অনুযায়ী এখন তারা ফ্রি। সামগ্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আগামীকাল দুপুর একটায় বাফুফে সভাপতির সঙ্গে বসবেন কোচদ্বয়। ’
তিনি আরো বলেন, 'আমাদের জাতীয় দল নিয়ে ভবিষ্যত পরিকল্পনা কি। আমাদের সিডিউলগুলো কি আছে সেগুলো নিয়ে বসবো। কোচদের বেতন নিয়ে আমাদের প্রস্তাব। তাদের চাওয়া। সবকিছু মিললে তবেই একটি চুড়ান্ত সিদ্ধান্তে পৌছা যাবে। ’
তবে দীর্ঘ আড়াই বছর বাংরাদেশ দলের সাথে ক্রুইফের পথ চলা থেকে শুরু করে গত ম্যাচে উজ্জীবিত বাংলাদেশ দলের খেলাকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ সম্পাদক। তবে যে কোন সিদ্ধান্ত ফুটবলের স্বার্থ বিবেচনা করেই নেয়া হবে বলে জানালেন সোহাগ।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ১৭ জুন ২০১৫
ইয়া/এমএমএস