ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

গ্রেফতার হলেন চিলিয়ান ফুটবলার ভিদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
গ্রেফতার হলেন চিলিয়ান ফুটবলার ভিদাল সংগৃহীত

ঢাকা: মদ্যপ অবস্থায় নিজের ফেরারি গাড়ি চালানোয় চিলিয়ান ফুটবলার আরতুরো ভিদালকে গ্রেফতার করেছে সান্থিয়াগো পুলিশ। জুভেন্টাস মিডফিল্ডার তার স্ত্রীকে নিয়ে ভ্রমণে বের হয়েছিলেন।

তবে নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়ীর সঙ্গে ধাক্কা লাগলে তিনি অক্ষত থাকলেও তার স্ত্রী হাতের কনুইয়ে হালকা ব্যথা পান।

ভিদাল তার নিজস্ব টুইটার অ্যাকাউন্টে জানিয়েছেন, কেউই বড় ধরনের ইনজুরিতে পড়েনি। তবে দুর্ঘটনার পর পুলিশ কর্মকর্তা গঞ্জালেস নিশ্চিত করেছেন, ২৮ বছরের এ তারকা মদ্যপ অবস্থায় ছিল আর তাকে গ্রেফতার করা হযেছে।

কোপা আমেরিকার স্বাগতিক দেশ চিলির অন্যতম সেরা ফুটবলার ভিদাল। তিনি জাতীয় দলের হয়ে সর্বশেষ দুই ম্যাচে তিনটি গোল করেছেন। মেক্সিকোর বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে চিলি ৩-৩ ব্যবধানে ড্র করলেও জোড়া গোল করেছিলেন তিনি।

আগামী শুক্রবার প্রথম পর্বের শেষ ম্যাচে স্তেদিও নাচিওনালে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে চিলি।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।