ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ

সেনেগালকে বিধ্বস্ত করে ফাইনালে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
সেনেগালকে বিধ্বস্ত করে ফাইনালে ব্রাজিল ছবি : সংগৃহীত

ঢাকা: সেনেগালকে ৫-০ গোলে বিধ্বস্ত করে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে পৌছে গেল ব্রাজিল। ক্রাইসচার্চের এ ম্যাচে ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন মার্কোস গুইলহারমে।



সেমিফাইনালে আগে রজারিও মিসালের শিষ্যরা উরুগুয়ে ও পর্তুগালের বিপক্ষে গোলশুণ্য থেকে পরে পেনাল্টি শটে জয় লাভ করেছিল। তবে এ ম্যাচে খেলার ২০ মিনিটের মধ্যেই ৩-০তে এগিয়ে যায় দলটি।

ম্যাচের সাত মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল যুবারা। সেনেগাল ফুটবলার আন্দা কোরেয়ার আত্মঘাতি ও জাও পেদ্রোর ক্রসে গুইলহারমে গোল দুটি করেন।

আর খেলার ৩৫ মিনিটে ডিফেন্ডার জর্জ দারুণ একটি গোল করলে প্রথমার্ধেই বড় লিড নেয় সেলেকাওরা। তবে সেনেগাল ম্যাচে কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে না পারলে বড় ব্যবধানেই হারতে হয় আফ্রিকান দেশটির।

আগামী শনিবার (জুন ২০) অকল্যান্ডে সার্বিয়ার অনূর্ধ্ব-২০ এর বিপক্ষে ফাইনালে মাঠে নামবে ব্রাজিল অনূর্ধ্ব-২০।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।