ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

রাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চবি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
রাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৩তম বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।

সোম ও মঙ্গলবার বিশ্ববিদ্যালয় সুইমিংপুলে সাঁতারের বিভিন্ন ইভেন্ট ও ওয়াটারপোলো প্রতিযোগিতা শেষে বুধবার বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।



দু’দিনব্যাপী এ প্রতিযোগিতায় রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিলে মোট ৪টি দল অংশগ্রহণ করেছিল।

সাঁতার এবং ওয়াটারপোলো উভয় প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দল চ্যাম্পিয়ন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও উপ উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহানসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সুইমিংপুলে উপস্থিত থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দলের মধ্যকার ওয়াটারপোলোর ফাইনাল ম্যাচটি উপভোগ করেন।
 
পরে সাঁতারের বিভিন্ন ইভেন্ট ও ওয়ারটারপোলো প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন উপউপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।

এসময় সেখানে অ্যাথলেটিক্স ও অ্যাকুয়াটিক্স সাব-কমিটির সভাপতি ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক নীলুফার সুলতানা, প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন, শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক চৌধুরী মনিরুজ্জামান, বিভিন্ন হলের প্রাধ্যক্ষসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।