ঢাকা: কোপা আমেরিকায় গ্রুপ ‘সি’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও কলম্বিয়া। শক্তির বিচারে ব্রাজিল বেশ এগিয়ে থাকলেও তারকা সমৃদ্ধ কলম্বিয়াও বেশ কঠিন দল।
এদিকে দারুণ ফুরফুরে মেজাজে মাঠে নামবে কার্লোস দুঙ্গার শিষ্যরা। নিজেদের প্রথম ম্যাচের দলটি পেরুর বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় পেলেও গেল বিশ্বকাপের পর টানা ১১ ম্যাচে জয় তুলে নিয়েছে সেলেকাওরা।
অন্যদিকে কোপায় নিজেদের প্রথম ম্যাচে দুর্বল ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ ব্যবধানে হেরে অঘটনের শিকার হয়েছে কলম্বিয়া। তাই ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি দলটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোয়ার্টার ফাইনালে উঠতে হলে জয়ে বিকল্প নেই হোসে পেকারম্যানের শিষ্যদের।
সেই সঙ্গে প্রতিবেশী দেশটির বিপক্ষে এ ম্যাচটি অনেকটা প্রতিশোধের ম্যাচও। কারণ ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের কাছে হেরেই আসর থেকে বিদায় নিয়েছিল কলম্বিয়া। আর এ ম্যাচে জয় নিয়েই মাঠ ছাড়ার কথা জানিয়েছেন, দলটির স্ট্রাইকার জেমস রদ্রিগেজ।
এদিকে নিজেদের টানা ১২তম জয়ই চায় ব্রাজিল। কারণ দু’দলের মুখোমুখি সাক্ষাতে যে, নেইমারই বেশ এগিয়ে। এখন পর্যন্ত ২৭বারের সাক্ষাতে ১৭বারই জিতেছে সেলেকাওরা। বাকি আটটি ম্যাচ ড্রয়ের পাশাপাশি কলম্বিয়া জিতেছে মাত্র দুইটি ম্যাচে।
সর্বশেষ পাঁচবারের মুখোমুখি সাক্ষাতেও ব্রাজিল এগিয়ে। সাম্বার দেশটির দু’বারের জয়ের বিপরীতে হারতে হয়নি কোন ম্যাচ। ড্র হয়েছে বাকী ম্যাচগুলো।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এমএমএস