জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে ফিন্যান্স বিভাগ ও রসায়ন বিভাগ।
ফাইনাল খেলা বৃষ্টির কারণে মাঠে না গড়ালে ক্রীড়া কমিটি দুই বিভাগকে বিজয়ী ঘোষণা করে।
কমিটির ঘোষিত সিদ্ধান্তে রসায়ন বিভাগ বিজয় উল্লাস করলেও খুশি নয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফিন্যান্স বিভাগ।
জবি সূত্র জানায়, দ্বিতীয় আন্তঃ বিভাগ নক আউট এ টুর্নামেন্টে অংশ নেওয়া ৩১টি বিভাগের মধ্য থেকে ফাইনালে ওঠে ফিন্যান্স ও রসায়ন বিভাগ। ফাইনালের তারিখ ১১ জুন নির্ধারণ হলেও বৃষ্টিতে তা পরিত্যক্ত হয়। নতুন তারিখ অনুযায়ী ১৫ জুন ফাইনাল খেলা শুরু হলেও প্রথম ওভার পরেই বৃষ্টির কারণে আম্পায়াররা খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। পরে উভয় বিভাগকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
ক্রীড়া কমিটির সিদ্ধান্ত মেনে নিলেও খুশি নয় ফিন্যান্স বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বিভাগের অধিনায়ক নিশু বলেন, অর্ধ জয়ে আমরা খুশি নই।
ফিন্যান্স বিভাগের শিক্ষক ও টিম ম্যানেজার শেখ আলমগীর হোসেন বলেন, গতবারের মতো এবারও জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী ছিলাম। তবে কমিটির সিদ্ধান্ত মেনে নিতে আমরা বাধ্য।
বাংলাদেশ সময়: ০০৩২ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
আইএএ/এসআর