ঢাকা: কোপা আমেরিকায় গ্রুপ ‘সি’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে শিরোপার অন্যতম দাবিদার ব্রাজিল ও কলম্বিয়া।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৬টায় এস্তাদিও মনুমেন্টাল ডেভিড আরেলানো সান্থিয়াগো মাঠে শুরু হয় এ ম্যাচ।
কোপায় নিজেদের প্রথম ম্যাচে পেরুর বিপক্ষে ২-১ গোলের জিয়ে এ ম্যাচে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে নেইমাররা।
তবে প্রথম ম্যাচে দুর্বল ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ ব্যবধানে হেরে চাপে রয়েছে কলম্বিয়া। তাই ব্রাজিলের বিপক্ষে জয় ভিন্ন অন্য কিছুই ভাবছে না হোসে পেকারম্যানের শিষ্যরা।
বাংলাদেশ সময়: ০৬১০ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এসআর