ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

বিতর্কে জড়ানো নেইমার পরের ম্যাচে নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
বিতর্কে জড়ানো নেইমার পরের ম্যাচে নিষিদ্ধ

ঢাকা: কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের ১-০ গোলে হারের পর ম্যাচ শেষে লাল কার্ড দেখেন নেইমার। কলম্বিয়ান ফুটবলার জেইসন মুরিলো ও কার্লোস বাক্কার সঙ্গে ম্যাচ শেষে বিবাদে জড়ালে রেফারি সেলেকাও অধিনায়ককে লাল কার্ড দেন।



এ ম্যাচের শেষ বাঁশি বাজার পর নেইমার বলে সজোড়ে কিক করেন আর বলটি গিয়ে কলম্বিয়ান ফুটবলার পাবলো আরমেরোর পেছনে আঘাত হানে। তবে ম্যাচে একমাত্র গোল করে নায়ক বনে যাওয়া মুরিলো ব্যাপারটি দেখলে নেইমারের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন। অন্যদিকে বাক্কা এসে বার্সেলোনা স্ট্রাইকারকে হাত দিয়ে আঘাত করেন। পরে হাতাহাতিতে লিপ্ত হয়ে পড়ে দু’দলের ফুটবলারাও।

ম্যাচের দায়িত্বপ্রাপ্ত রেফারি কিছুক্ষণ পরই নেইমারকে লাল কার্ড দেন। তবে নেইমারকে আঘাত করা বাক্কাকেও রেফারি সমান সাজা দেন (লাল কার্ড)। এর ফলে নেইমারের লাল কার্ডটি তাকে গ্রুপ ‘সি’তে ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের শেষ ম্যাচে মাঠের বাইরে রাখবে।

ব্রাজিলিয়ান এ সেনশেসন নিজেদের প্রথম ম্যাচে পেরুর বিপক্ষে হলুদ কার্ড পেয়েছিলেন। আর কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড পান। তবে আজকের লাল কার্ডটি তাকে আগামী ম্যাচে নিষিদ্ধ করেছে।  

পেরুর বিপক্ষে ব্রাজিলের ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে নেইমার রেখেছিলেন দারুণ ভূমিকা। একটি গোলের পাশাপাশি ডগলাস কস্তার গোলেও তিনি সহায়তা করেছিলেন। তবে মনুমেন্টাল সান্থিয়াগোতে সেলেকাওদের পরের ম্যাচে ২৩ বছরের এ তারকা না থাকায় কস্তা, ফিলিপ কোতিনহো ও রবিনহো শুরুর একাদশে থাকতে পারেন।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।