ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

মদ্যপ হয়ে গাড়ি চালানোয় ভিদালের ক্ষমাপ্রার্থনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
মদ্যপ হয়ে গাড়ি চালানোয় ভিদালের ক্ষমাপ্রার্থনা

ঢাকা: মদ্যপ অবস্থায় নিজের ফেরারি গাড়ি চালিয়ে দুর্ঘটনার শিকার হওয়া আরতুরো ভিদাল কান্না ভেজা কন্ঠে ক্ষমা চেয়েছেন। গত মঙ্গলবার চিলির একটি ক্যাসিনোতে থেকে বের হয়ে মদ্যপ অবস্থায় তার স্ত্রীকে নিয়ে ড্রাইভিংয়ের সময় দুর্ঘটনার শিকার হন।

পরে স্থানীয় পুলিশ এ চিলি ফুটবলারকে আটক করেন।

এদিকে জুভেন্টাসের এ তারকাকে আটকের পর বুধবার শুনানির জন্য কোর্ট নেয়া হয়। আর কোর্টের প্রসিকিউটর তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করে দেন। সেই সঙ্গে জুভেন্টাসে খেলাকালীন মিলানে চিলি দূতাবাসে প্রতিমাসে তাকে দেখা করারও আদেশও দেন। তবে কোপ আমেরিকায় চিলির পরবর্তী ম্যাচগুলোতে তিনি খেলতে পারবেন।

পরে সাংবাদ সম্মেলনে কান্না ভেজা কন্ঠে ভিদাল বলেন, ‘আমি ক্যাসিনোতে গিয়েছিলাম এবং মদ পান করেছি। তবে এর জন্য আমার স্ত্রীর জীবন ঝুঁকির মধ্যে পড়েছিল। আমি এ ব্যাপারটির জন্য আমার দলের সবার কাছে ক্ষমা চাই। সেই সঙ্গে দেশের সবার কাছেও ক্ষমা চাই। ’

ভিদাল এখন পর্যন্ত কোপা আমেরিকায় সর্বোচ্চ গোলদাতা। চিলির হয়ে তিনি দুই ম্যাচে তিনটি গোল করেছেন।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।