ঢাকা: কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে ভালো খেলেও প্যারাগুয়ের বিপক্ষে শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল আর্জেন্টিনাকে। তবে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে জয় নিয়েই মাঠ ছাড়ে জেরার্ডো মার্টিনোর শিষ্যরা।
সে ম্যাচে সার্জিও আগুয়েরোর একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পায় আলবেসেলিস্তারা। ম্যানচেস্টার সিটির তারকা এ স্ট্রাইকার ডাইভ দিয়ে হেডের মাধ্যমে জয় সূচক গোলটি করেছিলেন। তবে পরে তিনি নিজের কাঁধে কিছুটা সমস্যায় ভুগলেও বুধবারের অনুশীলনে তার প্রভাব দেখা যায়নি।
এদিনের অনুশীলনে ফুরফুরে মেজাজে ছিলেন অধিনায়ক লিওনেল মেসিসহ দলের অন্যরাও। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে প্রতিবেশী দেশটি গায়ের জোরে খেলেছে বলে অভিযোগ তুলেছিলেন বার্সেলোনা তারকা মেসি।
অনুশীলনে দারুণ মনোযোগী দেখা যায় অ্যাঞ্জেল ডি মারিয়া, কার্লোস তেভেজ, জাভিয়ার মাশ্চেরানো ও পাবলো জাবালেতাদের।
উরুগুয়ের বিপক্ষে জয়ের পর আর্জেন্টিনা গ্রুপ ‘বি’তে প্যারাগুয়ের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছে। আগামী শনিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৪বারের কোপা চ্যাম্পিয়নরা লড়বে জ্যামাইকার বিপক্ষে।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এমএমএস