ঢাকা: কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরেছে ব্রাজিল। ম্যাচ শেষে সেলেকাওদের তারকা ডিফেন্ডার দানি আলভেজ ম্যাচের দায়িত্বে থাকা অফিসিয়ালদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন।
নিজেদের প্রথম ম্যাচে পেরুর বিপক্ষে কষ্টার্জিত জয় পায় ব্রাজিল। দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হেরে গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে কার্লোস দুঙ্গার শিষ্যরা জ্যামাইকার বিপক্ষে মাঠে নামবে। তবে, সে ম্যাচে থাকছেন না দলের নিয়মিত অধিনায়ক নেইমার। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ শেষে লাল কার্ড পাওয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পান বার্সার এ তারকা স্ট্রাইকার।
ম্যাচের রেফারি এনরিক ওসেস খেলা শেষের বাঁশি বাজালে ম্যাচ হারের হতাশা থেকে নেইমার বলে সজোরো লাথি মারেন। অবশ্য প্রথমার্ধের ৪৫ মিনিটের মাথায় গোলের সুযোগ নষ্ট হওয়ার পর একবার হলুদ কার্ড দেখেন বার্সা তারকা। প্রথম ম্যাচে পেরুর বিপক্ষে রেফারির দেওয়া ভ্যানিশিং স্প্রে তুলে ফেলার দায়েও নেইমারকে হলুদ কার্ড দেখতে হয়েছিল।
পরপর দুই ম্যাচে হলুদ কার্ড, আর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সরাসরি লাল কার্ড দেখা নেইমারের পক্ষেই সাফাই গাইলেন দানি আলভেজ।
নেইমারের বার্সা সতীর্থের কণ্ঠে সেই ক্ষোভ ঝরে পড়ল। ম্যাচ শেষে তিনি জানান, প্রত্যেকে চেয়েছে ব্রাজিল এ ম্যাচ থেকে ছিটকে পড়ুক। নেইমারকে সে জন্যই লাল কার্ড দেখিয়েছেন ম্যাচের দায়িত্বে থাকা রেফারি। তারা প্রতিটি সিদ্ধান্ত আমাদের বিপক্ষে দিয়েছেন। প্রথমার্ধে নেইমারকে হলুদ কার্ড দেখানোর কোনো কারণ ছিল না। আর আমিও বুঝতে পারছি না নেইমার কেন এতো হতাশ হচ্ছিল।
নেইমারকে ছাড়াই পরের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে লড়বে দুঙ্গার শিষ্যরা। নিজেদের সেরাটা দিয়ে পরের ম্যাচ জিততে চান আলভেজ। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ নিয়ে আলভেজ বলেন, আমরা জানি সবকিছুই আমাদের বিপক্ষে যাচ্ছে। তারপরও আপনাকে শক্ত থাকতে হবে। নেইমারকে ছাড়াই আমরা পরের ম্যাচ জিতব। কারণ আমরা শান্ত থেকেই সবকিছুর বিরুদ্ধে লড়তে প্রস্তুত।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ১৮ জুন ২০১৫
এমআর