ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

আরও এক বছরের জন্য থাকছেন দুই কোচ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
আরও এক বছরের জন্য থাকছেন দুই কোচ লোডভিক ডি ক্রুইফ ও শোয়েচলার

ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, আরও এক বছরের জন্য জাতীয় দলের দায়িত্বে থাকছেন দুই কোচ। প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফ এবং গোলরক্ষক কোচ শোয়েচলারকে রেখে দিচ্ছে বাফুফে।



আগামী ৩০ জুন ক্রুইফ-শোয়েচরার সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের খন্ডকালীন চুক্তি মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। চুক্তি নবায়ন হওয়ায় বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলোতে কোচের দায়িত্বে ক্রুইফ ও শোয়েচলারই থাকছেন।

দীর্ঘ আড়াই বছর আগে বাংলাদেশ দলের সাথে ক্রুইফের পথ চলা শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ১৭ জুন ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।