ঢাকা: কোপা আমেরিকায় নিজেদের প্রথম দুই ম্যাচের প্রথমটিতে ড্র ও দ্বিতীয় ম্যাচে জয় পায় আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের হয়ে দুই ম্যাচেই সেরা খেলোয়াড় নির্বাচিত হন লিওনেল মেসি।
প্যারাগুয়ের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র করে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এতেই বেশ ক্ষুব্ধ হন দলের অধিনায়ক মেসি। তাই ম্যাচ সেরার পুরস্কারও তিনি গ্রহণ করেন নি। দ্বিতীয় ম্যাচে এসে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নেয় জেরার্ডো মার্টিনোর শিষ্যরা। সার্জিও আগুয়েরোর গোলে জয় নিশ্চিত হলেও ম্যাচ সেরার পুরস্কার উঠে মেসির হাতে।
মাশ্চেরানো ও মেসি একই সঙ্গে জাতীয় দল ও ক্লাব সতীর্থ। গত মৌসুমে বার্সেলোনার ট্রেবল জয়ে দু’জনই অনবদ্য ভূমিকা রাখেন।
এক সাক্ষাৎকারে মাশ্চেরানো বলেন, ‘মেসি আর্জেন্টিনার হয়ে প্রায় প্রতিটি ম্যাচেই ম্যাচ সেরা হবে, এটাই তো স্বাভাবিক। সে মাঠে নামলে সেরা খেলোয়াড়ের মতোই খেলে। বর্তমানে সে দুর্দান্ত ফর্মে রয়েছে। এই টুর্নামেন্টকে ঘিরে তার অনেক প্রত্যাশা। তবে, শিরোপা জেতাটা মোটেই সহজ হবে না। ’
সাবেক লিভারপুল তারকা আরও বলেন, ‘আর্জেন্টিনা এই টুর্নামেন্টে ফেভারিট হলেও শিরোপা জিতবে এমন গ্যারান্টি দেওয়া যাবে না। বিশেষ করে কোপা আমেরিকায় যেকোনো কিছুই ঘটতে পারে। এমনটি দলে সেরা মানের খেলোয়াড় থাকলেও ম্যাচ জেতাটা খুবই কঠিন। কোনো দলকেই খাটো করে দেখার উপায় নেই। ’
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
আরএম