ঢাকা: বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ২টায় কালো গাড়িতে চেপে বাফুফে ভবনে আসেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো: সালাউদ্দিন। এরপর প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফ, জার্মান গোলরক্ষক কোচ ক্রিস্টিয়ান শোয়েচলার, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ও সহ-সভাপতির তাবিথ আউয়ালের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেন সালাউদ্দিন।
দীর্ঘ ২ ঘন্টার বৈঠক শেষে বাফুফে সভাপতি জানালেন, 'আরও এক বছরের জন্য জাতীয় দলের দায়িত্বে থাকছেন দুই কোচ। বিশ্বকাপ বাছাই, সাফ, বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলসহ জাতীয় দলের সকল কার্যক্রমে তারা নেতৃত্বে দেবেন। '
তিনি আরও বলেন, 'বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচ নিয়ে কথা হয়েছে তাদের সাথে। আর যেহেতু চুক্তি শেষ, তাই সেটি বাড়লে কত দিন হবে সে সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে। তারা আগামী এক বছর আমাদের সঙ্গে কাজ করতে রাজি হয়েছে। ’
তাজিকিস্তান ম্যাচে বাংলাদেশ দলের ঘুরে দাঁড়ানোকে ইতিবাচক মনে করছেন সালাউদ্দিন। 'শেষ ম্যাচে তাজিকিস্তানের বিপক্ষে ভালো খেলেছে ছেলেরা। আমরা বেশ কিছু সুযোগ হাতছাড়া করেছি। তবে দিন দিন ভালো খেলছে তারা। দলটি কমপ্লিট পাসিং ফুটবল খেলেছে। ভালো খেলেও শেষ মিনিটে গোল হজম করাটা খুবই বাজে বিষয়। ছোটখাটো ভুলগুলো শোধরাতে পারলে এগিয়ে যাব আমরা। দেখুন এই দলে অনূর্ধ্ব-২২ দলের ৭-৮ জন ফুটবলার খেলছে। তাই আমি মনে করছি দেশের ফুটবলের ভবিষ্যৎ উজ্বল। এ সকল কারণ বিবেচনায় আমি এই কোচদের থাকতে বলেছি। ’
বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইপর্বে আগামী ৩ সেপ্টেম্বর অষ্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এরপর অ্যাওয়ে ম্যাচ খেলতে ১৭ নভেম্বর ঢাকায় আসবে অষ্ট্রেলিয়া। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলার প্রয়োজন আছে বলে মনে করেন সালাউদ্দিন।
তবে ক্রুইফ চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। তিনি জানালেন, 'আমাদের সামনে অনেক টুর্নামেন্ট আছে। আমরা চাইবো টুর্নামেন্টগুলোতে বেশি ম্যাচে জয় পেতে। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে আরো ভালো করতে চাই। আমাদের জন্য ২০১৫ সাল খুব সুন্দর একটি সময় গিয়েছে। তবে একজন কোচ হিসেবে বাস্তবমুখী হতে হবে। '
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ১৮ জুন, ২০১৫
ইয়া/আরএম