মিরপুর থেকে: বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচের খেলা দেখতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসেছেন আলোচিত চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপী। বাংলাদেশ দলের ড্রেসিং রুমের ঠিক পাশে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখছেন তিনি।
টাইগারদের দুর্দান্ত পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত হ্যাপী বাংলানিউজকে বলেন, দ্বিতীয়বারের মতো স্টেডিয়ামে এসে খেলা দেখছি। আজকের ম্যাচটা খুব উপভোগ করছি। আর বৃষ্টি না হলে পুরো খেলা দেখেই বাসায় ফিরবো। এর আগে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের একটি ওয়ানডে স্টেডিয়ামে বসে দেখেছিলাম।
রুবেল হোসেনের খেলা দেখতেই মাঠে আসা কি না জানতে চাইলে হ্যাপী বলেন, আমি কোনো ব্যক্তি বিশেষের খেলা দেখতে মাঠে আসিনি; এসেছি বাংলাদেশের খেলা দেখতে। আজ বাংলাদেশ জিতবে এটাই প্রত্যাশা করি।
২০১৪ সালের ১৩ ডিসেম্বর জাতীয় দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন অভিনেত্রী হ্যাপী। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে আয়োজিত বিশ্বকাপের ঠিক আগে আগে এ ঘটনায় তুমুল সোরগোল বাঁধে ক্রিকেটাঙ্গনে।
বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে নাজনীন আক্তার হ্যাপী রুবেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি দায়ের করেন।
যদিও ধর্ষণের অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে রুবেলের অব্যাহতি চেয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এসকে/এমজেএফ