ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

আর্জেন্টাইন আগুয়েরোকে দলে ভেড়াতে চায় রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
আর্জেন্টাইন আগুয়েরোকে দলে ভেড়াতে চায় রিয়াল সার্জিও আগুয়েরো

ঢাকা: কোপা আমেরিকার ৪৪তম আসরে প্রথম দুই ম্যাচেই গোল করেছেন আর্জেন্টিনার তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। বাতাসে গুঞ্জন উঠেছে, ম্যানচেস্টার সিটির এ আর্জেন্টাইন তারকাকে দলে ভেড়াতে স্প্যানিশ জায়ান্ট দল রিয়াল মাদ্রিদ উঠেপড়ে লেগেছে।



কার্লো আনচেলত্তিকে বরখাস্ত করার পর নতুন মৌসুমে রিয়ালের নতুন কোচ হিসেবে নাম লেখান রাফা বেনিতেজ। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বেনিতেজের ইচ্ছায় আগুয়েরোকে নিয়ে নতুন করে ভাবছে ক্লাব কর্তৃপক্ষ। নতুন মৌসুমে আগুয়েরোকে দলে ভেড়াতে ফরাসি তারকা করিম বেনজেমাকে ছেড়ে দিতেও প্রস্তুত রিয়াল।

আগুয়েরো ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট দল ম্যানসিটিতে ২০১৯ পর্যন্ত চুক্তিবদ্ধ। বেনজেমাকে ছেড়ে দিয়ে আগুয়েরোকে নিতে তাই রিয়ালের খরচ হতে পারে ৫০ মিলিয়ন পাউন্ড। একাধিক সূত্রে জানা যায়, এ মূল্যেই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দলে ভেড়ানোর প্রস্তাব নিয়ে রিয়াল কর্তৃপক্ষ এখন চিলিতে। সেখানেই কোপা আমেরিকার আসরে মাঠ মাতাচ্ছেন আগুয়েরো।

রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ জানিয়েছেন, দলের নতুন কোচ বেনিতেজ নতুন মৌসুমে ভিন্ন কৌশলে দল সাজাতে চাইছেন। বেনিতেজ চান রাইটব্যাক, লেফটব্যাক আর সেন্ট্রাল মিডফিল্ডে শক্তি বাড়াতে। ক্রিস্টিয়ানো রোনালদোকে তিনি সেন্টার ফরোয়ার্ড পজিশনে খেলাবেন। আগুয়েরোকে দলে পেলে তিনি বেনজেমার জায়গায় খেলাতেন বলে জানিয়েছেন।

এদিকে, গুঞ্জন উঠেছে ফরাসি তারকা বেনজেমা রিয়াল ছেড়ে ইংলিশ প্রিমিয়ারের দল লিভারপুল বা ম্যানচেস্টার ইউনাইটেডে যেতে আগ্রহ দেখিয়েছেন। ২৭ বছর বয়সী বেনজেমা প্রসঙ্গে রিয়াল কোচ বলেন, ইনজুরির কারণে মৌসুমের প্রায় অর্ধেকটা সময় দলের বাইরে ছিলেন বেনজেমা। তার জায়গায় আগুয়েরোকে খেলালে বেনিতেজের জন্য দল সাজাতে সুবিধা হবে।

রিয়াল প্রেসিডেন্ট আর কোচের চাওয়া মিলে গেছে। এখন আর্জেন্টাইন তারকার সঙ্গে তাদের চাওয়া মিলে গেলেই পরের মৌসুমে রোনালদো-আগুয়েরো জুটিতে নতুন রিয়ালকে দেখা যেতে পারে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ১৯ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।