ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

নতুন বুটে বেলের ফ্রি-স্টাইল (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
নতুন বুটে বেলের ফ্রি-স্টাইল (ভিডিও) গ্যারেথ বেল

ঢাকা: অ্যাডিডাসের নতুন বুট পরে ফুটবলের অসাধারণ কারিকুরি দেখিয়েছেন গ্যারেথ বেল। রিয়াল মাদ্রিদের ওয়েলস তারকার ফ্রি-স্টাইলটি উপস্থিত সবাই দারুণ উপভোগ করেন।



শুধু একা নন, আরো দু’জনকে সঙ্গে নিয়ে ‘এক্স১৫’ নামক নতুন অ্যাডিডাস বুট পায়ে দিয়ে ফ্রি-স্টাইলে অংশ নেন বেল। এ সময় তাকে বেশ হাস্যোজ্জ্বল ও উজ্জীবিত দেখা যায়। ২৫ বছর বয়সী এই উইঙ্গার পায়ের কারিকুরি দেখিয়ে নতুন করে নিজের দক্ষতার জানান দেন।

২০১৪-১৫ মৌসুমে রিয়ালের হয়ে শিরোপাহীন থাকলেও নতুন কোচ রাফায়েল বেনিতেজের অধীনে আগামী মৌসুমে দৃষ্টি রাখছে স্প্যানিশ জায়ান্টরা। আর গ্যালাকটিকোদের আক্রমণভাগে রোনালদো-বেনজেমার সঙ্গে জুটি বেধে ‍আসছে মৌসুমে শুভ সূচনা করার অপেক্ষায় রয়েছেন বেল।

এখন দেখার বিষয়, নতুন বুট দিয়ে কতটা আলো ছড়াতে পারেন বেল। মৌসুম শুরুর পরই তা বোঝা যাবে।



বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।