ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

বার্সার নতুন অ্যাওয়ে জার্সি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
বার্সার নতুন অ্যাওয়ে জার্সি ছবি : সংগৃহীত

ঢাকা: ট্রেবল জয়ী বার্সেলোনা আগামী মৌসুমে প্রতিপক্ষের মাঠে নতুন ডিজাইনের জার্সি গায়ে মাঠে নামবে। নতুন অ্যাওয়ে জার্সিটি কাতালানদের পতাকার রঙের আদলে তৈরি করা হয়েছে।



সাধারণত ঘরের মাঠে যেকোনো দলেরই একটি নির্দিষ্ট ডিজাইনের জার্সি থাকে। অন্যদিকে, অ্যাওয়ে ম্যাচের জন্যও একটি নির্দিষ্ট জার্সি প্রাধান্য পায়। তবে, হোম টিমের জার্সির রঙের সঙ্গে সাংঘর্ষিক হলে ভিজিটরদের বিকল্প ডিজাইনের জার্সি পরতে হয়।

২০১৪-১৫ মৌসুমে বার্সার অ্যাওয়ে জার্সির রঙটা ছিল সম্পূর্ণ গোলাপী। সামনের দিকটায় স্পন্সর প্রতিষ্ঠানের নাম ‘কাতার এয়ারওয়েজ’ আর ডানদিকে নাইকির লোগো ও বামদিকে ক্লাবের লোগো।

কিন্তু, আগামী মৌসুমের অ্যাওয়ে জার্সির ডিজাইনে কিছুটা বৈচিত্র্য রয়েছে। সামনের দিকটা সম্পূর্ণ হলুদ থাকলেও পেছনের অংশে কাতালানদের পতাকার সঙ্গে মিল রেখে হলুদ ব্যাকগ্রাউন্ডের মধ্যে চারটি লাল রঙের লম্বাকৃতির বার যুক্ত করা হয়েছে। এর মাঝে রয়েছে আরেক স্পন্সর প্রতিষ্ঠান ইউনিসেফ’র লোগো। আর জার্সির সামনের অংশে কাতার এয়ারওয়েজসহ নাইকি ও ক্লাবের লোগো তো রয়েছেই।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।