ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

বাবার মৃত্যুতে শোকাহত ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
বাবার মৃত্যুতে শোকাহত ম্যারাডোনা ছবি : সংগৃহীত

ঢাকা: আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার বাবা ডন ডিয়েগো মারা গেছেন। বৃহস্পতিবার (২৫ জুন) ৮৭ বছর বয়সে তিনি পরলোক গমন করেন।

এক বিবৃতির মাধ্যমে ম্যারাডোনা এমনটি নিশ্চিত করেছেন।

হৃদ ও শ্বাসযন্ত্রের সমস্যার কারণে মারাত্মক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ম্যারাডোনার বাবা। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

বিবৃতিতে ম্যারাডোনা জানান, ‘হ্যালো, আমি ম্যারাডোনা বলছি। আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই যারা আমার বাবার চিকিৎসায় অনেক শ্রম দিয়েছেন। দুর্ভাগ্যবশত তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি শান্তির পথে গেছেন। ’

আর্জেন্টাইন কিংবদন্তি আরও বলেন, ‘মৃত্যুর সময় বাবার সকল সন্তান উপস্থিত ছিল। আমি চিকিৎসকদের ধন্যবাদ দিতে চাই যারা তাকে বাঁচিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছেন। যাই হোক, তিনি আমাদের সকলের ভালোবাসা নিয়ে চিরশান্তির ঠিকানায় পাড়ি দিয়েছেন। ’

সংবাদমাধ্যমকেও ধন্যবাদ জানান ম্যারাডোনা। ‘মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি। তারা দায়িত্বশীলতার সঙ্গে সব সময় আমাদের পাশে থেকেছে। এমনকি ক্লিনিকে প্রবেশ ও বের হওয়ার সময়ও তাদের অবস্থান ছিল। আমি তাদের এই ভূমিকার প্রশংসা করছি এবং আমার বাবার জন্য প্রার্থনার করায় আর্জেন্টিনার সকল মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।