ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

সেরা ফুটবলার ছাড়াই সেরাটা দিতে প্রস্তুত ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, জুন ২০, ২০১৫
সেরা ফুটবলার ছাড়াই সেরাটা দিতে প্রস্তুত ব্রাজিল ছবি: সংগৃহীত

ঢাকা: চার ম্যাচ নিষিদ্ধ হওয়ায় চলতি কোপা আমেরিকার আসরে মাঠে নামতে পারছেন না ব্রাজিল অধিনায়ক নেইমার। তবে, নিয়মিত দলপতিকে ছাড়াই সেলেকাওরা এবারের শিরোপা নিজেদের করে নিতে প্রস্তুত বলে জানালেন দলটির তারকা ফিলিপ কোউতিনহো আর ফার্নান্দিনহো।



কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অহেতুক বিবাদে জড়িয়ে নেইমার সরাসরি লাল কার্ড দেখেন। গত বিশ্বকাপে আয়োজক দেশ ব্রাজিলের হয়ে এই কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে আহত হয়ে ছিটেক পড়েছিলেন নেইমার। বিশ্বমঞ্চের বাকি ম্যাচগুলো আর খেলা হয়নি তার। এবারো চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় বিশ্বকাপের পর সবচেয়ে জমজমাট আসর কোপা আমেরিকা থেকেও ছিটকে পড়লেন তিনি।

ব্রাজিল সেনসেশন প্রসঙ্গে কোউতিনহো বলেন, আমাদের সেরা খেলোয়াড় নেইমার। দলের মূল পরিকল্পনা তাকে নিয়েই করা হয়। তবে, নেইমারকে পরের ম্যাচগুলোতে না পেলেও আমরা নিজেদের লক্ষ্য থেকে দূরে সরে যাচ্ছি না। দলের সকলে প্রস্তুত নেইমারকে ছাড়াই শিরোপা জিততে।

তিনি আরও যোগ করেন, আমরা আমাদের মূল অস্ত্র হারিয়েছি। আর আমাদের গ্রুপটিও বেশ কঠিন হয়ে পড়েছে। কলম্বিয়ার বিপক্ষে পরাজয়, নেইমারকে হারানো এসব কিছুই আমরা ভুলে যেতে চাই। গ্রুপ পর্বের শেষ ম্যাচে যে করেই হোক জয় তুলে নিয়ে সবকিছুকে পেছনে ফেলতে হবে।

বিশ্বকাপে ইনজুরিতে আর এবারে ভিন্ন কারণে ছিটকে পড়েছেন নেইমার। এ প্রসঙ্গে ব্রাজিলের আরেক তারকা ফার্নান্দিনহো বলেন, বিশ্বকাপ আর এবারের ব্যাপারটি সম্পূর্ণ ভিন্ন। তবে, দুটি কারণেই ব্রাজিল ভক্তরা হতাশ হয়েছেন।

ফার্নান্দিনহো আরও বলেন, নেইমারের জায়গায় কোউতিনহোকে খেলানো হতে পারে। সে এ জায়গাতে খেলতে এবং নিজের সেরাটা দিতে প্রস্তুত। কোউতিনহো লিভারপুলের সেরা অস্ত্র। নেইমার দলে থাকুক আর না থাকুক আমরা নিজেদের গতি দিয়েই খেলে যাব। এটুকু বলে রাখতে চাই আমরা বিশ্বকাপের মতো নেইমারের জন্যই পরের ম্যাচে খেলবো।

ব্রাজিল ফুটবল ফেডারেশন নেইমারের পক্ষে আপীল করতে পারবে। তার শাস্তির পরিমান কমানোর জন্য দেশটির ফুটবল ফেডারেশন সাউথ আমেরিকান গভর্নিং বডির কাছে আবেদন করবেন বলে জানা যায়।

আগামী সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে তিনটায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে নেইমার বিহীন ব্রাজিল।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ২০ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।