ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

লিওনেল মেসির ধারে-কাছেও কেউ নেই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, জুন ২০, ২০১৫
লিওনেল মেসির ধারে-কাছেও কেউ নেই লিওনেল মেসি

ঢাকা: আর্জেন্টিনার সাবেক ফুটবলার দিয়েগো সিমিওন জানিয়েছেন, বর্তমানে লিওনেল মেসিই বিশ্বসেরা ফুটবলার। আর চারবারের ব্যালন ডি’অর জয়ীর ধারে-কাছেও কেউ নেই।



কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মেসি পেনাল্টি থেকে একটি গোল করেছিলেন। তবে শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে আলবেসেলিস্তাদের মাঠ ছাড়তে হয়। কিন্তু শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা ১-০ গোলে জিতে মাঠ ছাড়ে।

আজরাতে ১৪বারের কোপা চ্যাম্পিয়নরা গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জ্যামাইকার বিপক্ষে মাঠে নামবে। আর সিমিওন আশা করেন, মেসি দারুণ খেলে দলকে সামনের থেকে নেতৃত্ব দিবেন।

বর্তমানে স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের কোচের দায়িত্ব পালন করা সিমিওন বলেন, ‘মেসি বর্তমানে নাম্বার ওয়ান ফুটবলার। আর তার ধারে-কাছেও কেউ নেই। আমি আশাকরি মেসি আর্জেন্টিনাকে কোপার শিরোপা জেতাবে। আর পরবর্তীতে বিশ্বকাপও জেতাবে। ’

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জুন ২০, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।