ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

কুইন্স কাপে তৃতীয় সিদ্দিকুর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, জুন ২১, ২০১৫
কুইন্স কাপে তৃতীয় সিদ্দিকুর সিদ্দিকুর রহমান

ঢাকা: থাইল্যান্ডে অনুষ্ঠিত কুইন্স কাপ গলফ টুর্নামেন্টে যুগ্মভাবে তৃতীয়স্থানে আছেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। চতুর্থ রাউন্ড শেষে পারের চেয়ে ১০ শট কম খেলে তৃতীয় স্থান অর্জন করেন তিনি।



আর পারের চেয়ে ১৪ শট কম খেলে শিরোপা স্বাদ নিয়েছেন স্বাগতিক থাইল্যান্ডের গলফার প্রায়াদ মার্কসেঙ্গ।

সান্তিবুরি সামুরাই গলফ কোর্সে আনুষ্ঠিত ১৮ থেকে ২১ জুন পর্যন্ত এ টুর্নামেন্টের শুরু থেকেই ভালো খেলেছেন সিদ্দিকুর। চার রাউন্ডে যথাক্রমে ৬৯, ৭০, ৬৭ ও ৬৮ শটে খেলেন দুইবারের এশিয়ান ট্যুর শিরোপাজয়ী এই গলফার। চতুর্থ রাউন্ডে মোট ২৭৪ শট নিয়ে যুগ্মভাবে থাইল্যান্ডের জ্যাজ জানেওয়াত্তানন্দয়ের সঙ্গে তৃতীয় হন তিনি।

চলতি মৌসুমে সাতটি প্রতিযোগিতার মধ্যে এটাই সিদ্দিকুরের সেরা সাফল্য। তিন লাখ মার্কিন ডলার প্রাইজমানির এই প্রতিযোগিতায় প্রায় ১৭ হাজার ডলার পেয়েছেন সিদ্দিকুর।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ২১ মে ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।