ঢাকা: বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার অপেক্ষায় ঢাকা মোহামেডানের ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা। গিনির এই ফুটবলার পাচ্ছেন বাংলাদেশের নাগরিকত্বও।
বাঙ্গুরা একা নন, তার সঙ্গে বাফুফে আবাহনীতে খেলা ঘানার সামাদ ইউসুফ ও শেখ রাসেলে খেলা নাইজেরিয়ান কিংসলে চিগুজিকেও নাগরিকত্ব দেওয়ার জন্য সরকারের কাছে সুপারিশ করেছে। ইতোমধ্যেই এ দু’জনের নাগরিকত্ব পাওয়ার প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার নিয়ম অনুযায়ী এই তিন ফুটবলার ঘরোয়া লিগে খেলছেন ৫ বছর ধরে। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন ‘যেহেতু ফিফায় এই সুযোগ আছে তাই আমরা সুযোগটা নিতে চাচ্ছি। আমরা নাগরিকত্ব দেওয়ার জন্য প্রাথমিক কাজ শুরু করেছি। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। এক্ষেত্রে বাফুফে সভাপতিসহ ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর সহযোগিতা নেব। যতোদূর জানা গেছে তাদের নাগরিকত্ব দিয়ে খেলাতে ফিফার নিয়ম পূর্ণ হয়েছে। আমরা চেষ্টা করছি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ সেপ্টেম্বর অ্যাওয়ে ম্যাচর আগে তাদের দলে অন্তর্ভুক্ত করতে। ’
এ বিষয়ে বাঙ্গুরার কথা, ‘আমার স্ত্রী ছোটখাটো ব্যবসা করে গিনিতে। কখনো মাছের, কখনো গার্মেন্টেসের। ওর ব্যবসা আর আমার ফুটবল খেলার টাকা দিয়ে সংসার চলে। যদি আমি বাংলাদেশের নাগরিকত্ব পাই তাহলে ওদের এখানে নিয়ে আসবো। ’
ওদিকে বাফুফের প্রস্তাবে সম্মতি দিয়েছেন তিন ফুটবলারই। যদি বাংলাদেশ সরকার তাদের নাগরিকত্ব দেন তাহলে দেশের ফুটবলে রচিত হবে এক নতুন ইতিহাস।
বাংলাদেশ সময়: ২৩১৪ ঘণ্টা, ২১ মে ২০১৫
ইয়া/এমআর