ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

দ্বিতীয় লেগেও জমজমাট লড়াইয়ের আভাস

ইয়াসির উবাইদ জিকো, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, জুন ২২, ২০১৫
দ্বিতীয় লেগেও জমজমাট লড়াইয়ের আভাস

ঢাকা: অনেকের মতে চলমান মান্যবর প্রিমিয়ার লিগের সাথে ইংলিশ প্রিমিয়ার লিগের খুব মিল আছে এবার। কথাটি মিথ্যে নয়, কারণ লিগের প্রথম লেগ শেষে শীর্ষে থাকা শেখ জামালের সংগ্রহ ২৩ পয়েন্ট।

আর তাদের ঘাড়ে ২০ পয়েন্ট নিয়ে শ্বাস ফেলছে তারুণ্য নির্ভর ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান। সমান ২০ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে পড়ে তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছে ব্রাদার্স ইউনিয়ন ও শেখ রাসেল।

আর ১৯ পয়েন্ট নিয়ে তাদের এক ধাপ নিচে পঞ্চম অবস্থানে মুক্তিযোদ্ধা। ১৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে আছে ঢাকা আবাহনী। তাই ২৬ জুন থেকে শুরু হওয়া দ্বিতীয় লেগে শীর্ষ দলগুলোর একটি পরাজয় বর্তমান লিগে সব হিসেব পাল্টে দেবার জন্য যথেষ্ঠ!

এর মধ্যেই মধ্যবর্তী দল বদলে প্রায় প্রতিটি ক্লাবেই যুক্ত হয়েছে নতুন খেলোযাড়। প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগ শুরুর আগে ১১ ক্লাবের মধ্যে ব্রাদার্স ইউনিয়ন ছাড়া বাকি ক্লাবগুলোতে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। তারা দলে যুক্ত করেছে বিদেশি ফুটবলারদের।  

১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল। লিগের শেষ দিকে বাজে খেলার কারণে পয়েন্ট টেবিলে জামাল মাত্র তিন পয়েন্ট এগিয়ে আছে দ্বিতীয় অবস্থানে থাকা মোহামেডানের থেকে। ফলে শেখ জামাল ক্লাব কর্তৃপক্ষ কোচ মারুফুল হকসহ সব কোচিং স্টাফ বদলে ফেলেছে। দলের দায়িত্ব দেয়া হয়েছে সাবেক কোচ জোসেফ আফুসির উপর। জোসেফ নাইজেরিয়ান ফুটবলার কারি আবদুল্লাহি মুসাকে মধ্যবর্তী দলবদলে যুক্ত করেছে জামালের স্কোয়াডে।

মোহামেডান ক্যামেরুনিয়া ইউনতা মিশেল ও বেলিঙ্গা আমবারাকে দল ভিড়িয়েছে।   

চারবারের চ্যাম্পিয়ন আবাহনী নাইজেরিয়ান সানডে চিজোবা ও গাম্বিয়ান আবদু ডরবেকে দলে ভিড়িয়েছে। সানডে চিজোবা ঢাকা মাঠের পুরানো মুখ। তিনি ২০১০ সাল থেকে মোহামেডান, মুক্তিযোদ্ধা ও শেখ জামালের হয়ে খেলে গেছেন। মুক্তিযোদ্ধা সংসদ গিনিয়ান ভাসেব্বে তোরে ও আরামবাগের মনোয়ার হোসেনকে দলভুক্ত করেছে।

ওদিকে শিরোপার অন্যতম দাবিদার শেখ রাসেলে যোগ দিয়েছেন দেশসেরা কোচ মারুফুল হক। এছাড়া রাসেলে বসনিয়ার ফরোয়ার্ড দামির ইবরিক ও ক্যামেরুনের ডিফেন্ডার ইকাঙ্গাকে দলভুক্ত করেছে। ইকাঙ্গা বিজেএমসির হয়ে এর আগেও ঢাকায় খেলে গেছেন। তবে দামিরের এটাই ঢাকার মাঠে অভিষেক। বসনিয়ার ফরোয়ার্ড দামির ইবরিক এর আগে চীন, তার্কিশ, ফ্রান্স ও মালয়েশিয়াসহ ৬টি দেশের লিগে খেলেছেন। বাংলাদেশ তার সপ্তম দেশ।

এছাড়া বিজেএমসি তিনজন, ফরাশগঞ্জ ও রহমতগঞ্জ দু’জন করে এবং সকার ক্লাব ফেনী একজন বিদেশি ফুটবলারকে দলে ভিড়িয়েছে।

আর মধ্যবর্তী দলবদলে সবচেয়ে বেশি খেলোয়াড় নিয়েছে চট্টগ্রাম আবাহনী লি:। চার বিদেশি এবং দুই স্থানীয় ফুটবলার মিলিয়ে ছয়জনকে দলভুক্ত করেছে চট্টগ্রামের প্রতিনিধিত্বকারী দলটি।

তাই ২৬ জুন থেকে শুরু হতে যাওয়া মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগ প্রথম লেগের থেকেও জমজমাট লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে এখনই।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ২২ জুন ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।