ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

সুলতানা কামাল ৩৫তম জাতীয় মহিলা দাবা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, জুন ২২, ২০১৫
সুলতানা কামাল ৩৫তম জাতীয় মহিলা দাবা ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে সুলতানা কামাল ৩৫তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের প্রাথমিক পর্ব বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে সোমবার (২২ জুন) হতে শুরু হয়েছে।

ঢাকা শহরসহ বিভিন্ন জেলা হতে আগত ৩৮ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করছেন।

বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি কে, এম শহিদউল্যা এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক ও টুর্নামেন্ট কমিটির সচিব কামরুজ্জামান ভূঁইয়া।

প্রথম রাউন্ডের খেলায় দুই ফিদে মাস্টার শারমনি সুলতানা শিরিন ও মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানাসহ ১৯ জন খেলোয়াড় স্ব-স্ব খেলায় জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করেছেন।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ২২ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।