ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

অবশেষে টার্ফ আসছে কমলাপুর স্টেডিয়ামে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
অবশেষে টার্ফ আসছে কমলাপুর স্টেডিয়ামে ছবি : সংগৃহীত

ঢাকা: টার্ফ স্থাপনের বিষয়ে কম জল ঘোলা হয়নি। তবে সুখবর হচ্ছে, শেষ পর্যন্ত ঢাকার কমলাপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মাঠে টার্ফ স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে।

অনেক নাটকীয়তার পর চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন আটকে থাকা টার্ফটি অবশেষে শুল্ক বিভাগ বিনা শুল্কেই ছাড়তে রাজি হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) রাতে সড়কপথে টার্ফ চট্টগ্রাম থেকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এ প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানালেন, ‘টার্ফ স্থাপনের অগ্রগতি পর্যবেক্ষণে আগামী ১ জুলাই ঢাকায় আসছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা’র সুইস প্রতিনিধি মার্কাস কেলার। ’

সোহাগ আরও জানান, প্রায় পাঁচ লাখ ডলার মূল্যমানের টার্ফের চালানের প্রথম অংশ এসেছে। বাকি অংশ আগামী তিন-চার দিনের মধ্যে আসার কথা। কমলাপুর স্টেডিয়ামে টার্ফ বসাতে ৩৫ থেকে ৪৫ দিনের মতো সময় লাগতে পারে।

এর আগেও টার্ফ পরিদর্শনে গত মে মাসের শেষ সপ্তাহেও ঢাকা সফরে এসেছিলেন কেলার। কমলাপুর স্টেডিয়ামে মাঠের পুরো অংশে কৃত্রিম ঘাসের মাঠ বসাতে ফিফার ব্যয় হবে প্রায় ৮ লাখ ডলার।

এই টার্ফ স্থাপনের দায়িত্ব পালন করছে ভারতীয় কোম্পানি গ্রেট স্পোর্টস ইনফ্রা প্রাইভেট লিমিটেড। গোল প্রজেক্টের আওতায় কমলাপুর স্টেডিয়ামের জন্য দুই বছর আগে অ্যাস্ট্রো টার্ফ দিয়েছিল ফিফা। জাতীয় ক্রীড়া পরিষদের অসহযোগিতার কারণে কমলাপুরের স্টেডিয়ামটি পাচ্ছিল না বাফুফে কর্তৃপক্ষ। সেই সঙ্গে ফিফার টার্ফ স্থাপনও হয়ে পড়েছিল অনিশ্চয়তায়।

উল্লেখ্য, টার্ফ স্থাপনের জন্য ফিফার অন্যতম শর্ত হচ্ছে, ২০ বছরের জন্য স্টেডিয়ামের মালিকানা থাকতে হবে বাফুফের। অনেক ঝামেলার পর শেষ পর্যন্ত মালিকানা পেয়েছে বাফুফে। তবে বাফুফে মাত্র ১০ বছরের জন্য মালিকানা পেয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ২৩ জুন ২০১৫
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।