ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৫

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৫ ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের রাজধানী নয়াদিল্লীতে মঙ্গলবার (২৩ জুন) হতে শুরু হয়েছে কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের খেলা। প্রথম রাউন্ডের খেলায় ঢাকা মোহামেডানের দুই গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও নিয়াজ মোরশেদ, বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ এবং আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ জয় পেয়েছেন।



এদিকে, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ  মিনহাজ উদ্দিন ড্র করেন ও হানিফ মোল্লা হেরে যান।

মঙ্গলবার অনুষ্ঠিত প্রথম রাউন্ডে জিয়া দক্ষিণ আফ্রিকার ফিদে মাস্টার ওবেরহোজার ফ্রাঙ্ককোইসকে, নিয়াজ ভারতের সাধু অদিত্যাকে, নাসির ভারতের পঙ্কজ শর্মাকে ও রানী হামিদ ভারতের শঙ্কর মূর্তিকে পরাজিত করেন। মিনহাজ ভারতের অর্ক সেনগুপ্তার সাথে ড্র করেন ও হানিফ দক্ষিণ আফ্রিকার ফিদে মাস্টার নিকোলাসের কাছে হেরে যান।

কমনওয়েলথ দাবার বয়স ভিত্তিক গ্রুপে ওপেন অনূর্ধ্ব-১২ এ তিতাসের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভারতের হারসিত আরিয়াকে ও অনূর্ধ্ব-১৪ এ আকিব জাওয়াদ পাকিস্তানের আহমেদ মোবারক ফয়সালকে পরাজিত করেন।

ওপেন অনূর্ধ্ব-১০ এ তাহসিন তাজওয়ার জিয়া ভারতের সাদভানী রওনকের কাছে হেরে যান ও বালিকা অনূর্ধ্ব-১০ এ সুমাইয়া হায়দার বাই পয়েন্ট পায়।

১১টি দেশের ১৭ জন গ্র্যান্ড মাস্টার, ৫জন মহিলা গ্র্যান্ড মাস্টার ও ২২ জন আন্তর্জাতিক মাস্টারসহ ২৯৮ জন খেলোয়াড় অংশ নিয়েছে।

এদিকে, বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে সুলতানা কামাল ৩৫তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের প্রাথমিক পর্ব শুরু হয়েছে।

চ্যাম্পিয়নশিপের প্রাথমিক পর্বের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ৮জন খেলোয়াড় পূর্ণ দুই পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। দুই ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন ও মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা, সামিহা শারমনি সিম্মী, ফাতেমা তুজ জোহরা শ্রাবনী, দিলারা জাহান নূপুর, কিশোয়ারা সাজরীন ইভানা, প্রতিভা তালুকদার ও জাহানার হক রুনু শীর্ষে রয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় শিরিন এ্যানিকে, জাকিয়া মুনিয়াকে, সিম্মী তানিকে, শ্রাবনী জান্নাতকে, নূপুর জিসাকে, ইভানা ঝর্নাকে ও প্রতিভা আহেলীকে পরাজিত করেন। রুনু নাফিসার বিরুদ্ধে ওয়াক-ওভার পান।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ২৩ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।