ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

আবারো ফুটবলে ফিরছেন রিভালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
আবারো ফুটবলে ফিরছেন রিভালদো রিভালদো

ঢাকা: বয়স হয়ে গেছে ৪৩। বুড়ো বয়সেই প্রফেসনাল ফুটবলে ফেরার ঘোষণা দিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদো।

অবশ্য নিজের ক্লাব মোগি মিরিমের স্বার্থেই তিনি খেলায় ফিরছেন। ব্রাজিলের দ্বিতীয় সারির এই দলটির বর্তমান অবস্থা খুবই নাজুক।

ব্রাজিলের হয়ে বর্ণাঢ্য ক্যারিয়ার পার করেন রিভালদো। সেলেকাওদের হয়ে ২০০২ বিশ্বকাপ জেতেন। পরের বছরই জাতীয় দল থেকে ‍অবসরে যান। ১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৭৪ ম্যাচে ৩৫টি গোল করেন। খেলোয়াড়ি জীবনে বার্সেলোনা, এসি মিলান ও অলিম্পিয়াকোসের মতো বিশ্বসেরা ক্লাবের হয়ে খেলেছেন। গত বছরের মার্চে তিনি ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন।

একই সঙ্গে মোগি মিরিম ক্লাবের মালিক ও প্রেসিডেন্ট পদে আছেন রিভালদো। দলের হয়ে মাঠে নামার জন্য ইতোমধ্যেই তিনি অনুশীলন করেছেন।

ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে রিভালদো উল্লেখ করেন, ‘কতগুলো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারব তা আমার হাঁটুর অবস্থার ওপর নির্ভর করবে। অনেক চিন্তাভাবনার পর ক্লাবের হয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিই। আমার বিশ্বাস, নিয়মিত অনুশীলনের সঙ্গে ‍নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো করতে পারব। ’

ব্রাজিলিয়ান কিংবদন্তি আরও বলেন, ‘আমি জানি এই সিদ্ধান্তের মধ্য দিয়ে পরিবার থেকে খানিকটা দূরে সরে যাব। আমি আশাবাদী যে খুব শিগগিরই আমার দলটি আরো সম্মানজনক অবস্থানে পৌঁছাবে। ’

রিভালদো জোর দিয়ে বলেন, ‘আমি মোটেই নিয়মিতভাবে খেলায় ফিরছি না। ১৫ মাস আগেই প্রফেসনাল ক্যারিয়ারের ইতি টেনেছি। মূলত, ক্লাবকে খারাপ অবস্থা থেকে উত্তরনসহ খেলোয়াড়দের সাহায্যের জন্যই কিছু সময়ের জন্য ফুটবলে ফিরছি। ’

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।