ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

লিভারপুলে ব্রাজিলিয়ান ফিরমিনো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
লিভারপুলে ব্রাজিলিয়ান ফিরমিনো ছবি: সংগৃহীত

ঢাকা: গুঞ্জনটাই সত্য হলো। অবশেষে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রবার্তো ফিরমিনোকে দলে ভিড়িয়েছে লিভারপুল।

তবে, ঠিক কি পরিমান অর্থের বিনিময়ে তাকে কেনা হয়েছে তা এখনো অফিসিয়ালি ঘোষণা করা হয়নি।

এর আগে রাহিম স্টার্লিংয়ের লিভারপুল ছাড়ার সম্ভাবনা থেকেই ফিরমিনোকে দলে টানতে উঠেপরে লাগে অল রেডসদের কোচ ব্রেন্ডন রজার্স। ইংলিশ ফুটবলার স্ট‍ার্লিংয়ের সম্ভাব্য ঠিকানা হতে পারে ম্যানচেস্টার সিটি।

ফিরমিনো বর্তমানে ব্রাজিলের হয়ে কোপা আমেরিকা টুর্নামেন্টে খেলছেন। একটি সূত্রে জানা যায়, জার্মান ক্লাব হফেনহেইমের এই অ্যাটাকিং মিডফিল্ডারকে ৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে ভিড়িয়েছে লিভারপুল।

কোপা আমেরিকা টুর্নামেন্ট শেষে ফিরমিনোর মেডিকেল পরীক্ষা করানো হবে। ধারণা করা হচ্ছে, দীর্ঘ মেয়াদেই অ্যানফিল্ডে পাড়ি জমাচ্ছেন ২৩ বছর বয়সী এই ফুটবলার।

লিভারপুল ছাড়াও ফিরমিনোকে দলে ভেড়াতে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডও বেশ আগ্রহী ছিল। গত মৌসুমে ক্লাবের হয়ে আলো ছড়ান এই মিডফিল্ডার। ১০টি গোল করার পাশাপাশি ১২টি অ্যাসিস্ট করে বিশ্বসেরা ক্লাবগুলোর নজরে আসেন।

গত বছর ব্রাজিল দলে অভিষেক ঘটে ফিরমিনোর। এখন পর্যন্ত সেলেকাওদের হয়ে তিনি ৯টি ম্যাচ খেলে চারটি গোল করেছেন। এই তরুণ ফুটবলার অ্যাটাকিং মিডফিল্ডার ছাড়াও স্ট্রাইকিং পজিশনেও খেলতে পারেন।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।