ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

রিয়ালের ফুটবলার কিনবে না বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
রিয়ালের ফুটবলার কিনবে না বার্সেলোনা ছবি : সংগৃহীত

ঢাকা: বার্সেলোনার প্রেসিডেন্ট পদে লড়তে আগ্রহী টনি ফিরেক্সা জানিয়েছেন, আগামী নির্বাচনে ‍যদি জিততে পারেন তবে সার্জিও রামোস বা অন্য কোন রিয়াল মাদ্রিদ ফুটবলারকে দলে ভেড়াবেন না তিনি।

ফিরেক্সা সাবেক বার্সা বোর্ড মেম্বার ছিলেন।

তবে কাতালান ক্লাবটির সবচেয়ে মর্যাদাপূর্ণ এ পদটির জন্য তাকে লড়তে হবে জন লোপার্তা ও জোসেফ মারিয়া বার্তেমেউয়ের বিপক্ষে। জুলাইয়ের ১৮ তারিখ প্রেসিডেন্ট পদের নির্বাচনটি অনুষ্ঠিত হবে। তবে তিনি জানিয়েছেন ক্লাসিকো প্রতিদ্বন্দ্বীদের কোন ফুটবলারের প্রতি তার আগ্রহ নেই।

এক সাক্ষাতকারে ফিরেক্সা বলেন, ‘রামোস সম্পর্কে আমাদের এখন পর্যন্ত কেউ প্রস্তাব করেনি। তবে আমাদের বর্তমানে কোন রিয়াল মাদ্রিদ ফুটবলার প্রয়োজন নেই। ’

সদ্য শেষ হওয়া মৌসুমে কোন শিরোপাই ঘরে তুলতে পারেনি রিয়াল মাদ্রিদ। আর বিভিন্ন সংবাদ মাধ্যমে গুঞ্জন উঠছে দলের অভিজ্ঞ ডিফেন্ডার রামোসকে দলে রাখতে চায় না লস ব্লাঙ্কসরা।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।