ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

ফ্যামিলি ক্লাব মেলবোর্নের বিপক্ষে লড়বে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
ফ্যামিলি ক্লাব মেলবোর্নের বিপক্ষে লড়বে ম্যানসিটি ছবি : সংগৃহীত

ঢাকা: ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির ফ্যামিলি ক্লাব মেলবোর্ন সিটির বিপক্ষে ফ্রেন্ডলী ম্যাচ খেলবে ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা। ম্যানচেস্টার থেকে ১ হাজার ৭০০ কিলোমিটার দূরে অস্ট্রেলিয়ায় লড়বে দল দুটি।



ইংলিশ জায়ান্ট দলটি মৌসুমের বিরতির মাঝে আগামী মাসে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে ইতালিয়ান ক্লাব রোমা ও স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের বিপক্ষেও লড়বে। অনুশীলন মাঠ কুইন্সল্যান্ডে মেলবোর্ন ছাড়াও এ-লিগের দল অ্যাডিলেড ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে সার্জিও আগুয়েরোরা।

১৮ জুলাই দু’দলের ম্যাচের আগে একই মাঠ গোল্ড কোস্ট সিবাস সুপার স্টেডিয়ামে তিন দিন আগে অ্যাডিলেডের মুখোমুখি হবে ম্যানসিটি।

সিটি ফুটবল গ্রুপের পুরো বিশ্বব্যাপী চারটি ক্লাব রয়েছে। এগুলো হলো, ম্যানচেস্টার সিটি, যুক্তরাষ্ট্র ভিত্তিক ক্লাব নিউইয়র্ক সিটি, জাপানিজ ক্লাব ইউকোহামা এফ. মারিনোস ও অস্ট্রেলিয়ান দল মেলবোর্ন সিটি। ২০১৪ সালের জানুয়ারিতে মেলবোর্নকে ক্রয় করা হয়েছিল। এ-লিগে এই দলটিকে ডাকা হয় মেলবোর্ন হার্ট নামে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।