ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

‘বিশ্বকাপের দু:খ এখনও ভোলেনি ব্রাজিল’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
‘বিশ্বকাপের দু:খ এখনও ভোলেনি ব্রাজিল’

ঢাকা: কোপা আমেরিকায় ভেনেজুয়েলার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কষ্টার্জিত জয় পেয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল ব্রাজিল। শেষ আটের লড়াইয়ে সেলেকাওদের লড়তে হবে প্যারাগুয়ের বিপক্ষে।

তবে এ ম্যাচের আগে দলটির গোলরক্ষক কোচ ক্লাউদিও টাফারেল জানিয়েছেন, ২০১৪ বিশ্বকাপের দু:খ এখনও তাড়া করে দলটিকে।

বিশ্বকাপের পরে অবশ্য নতুন কোচ দুঙ্গার অধীনে ঘুড়ে দাঁড়িয়েছে ব্রাজিল। নিজেদের শেষ ১৩ ম্যাচের ১২টিতেই জিতেছে দলটি। তবে ঘরের মাঠের বিশ্বকাপে হলুধ জার্সি ধারীদের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হতে হয়েছিল। পরে নেদারল্যান্ডসের বিপক্ষেও ৩-০ ব্যবধানে হার।

এক সাক্ষাতকারে ব্রাজিলের হয়ে ১৯৯৪ বিশ্বকাপ জয়ী এ তারকা বলেন, ‘এ বছর দলটি অসাধারণ খেলছে। আমাদের কিছু সেরা ফুটবলার রয়েছে। মাঠের খেলায় তারা দুর্দান্ত। তবে কেউ জানে না ভেতরটায় কি হচ্ছে। ’

তিনি ‍আরো বলেন, ‘২০১৪ বিশ্বকাপটি ছিল আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আর ছেলেরা এখনও সেই কষ্ট বহন করে যাচ্ছে। তবে আমি বিশ্বাস করি, দলটি নিজেদের ঠিকভাবে গঠন করে নিবে ও আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের আরো শক্তিশালী করে গড়বে। ’

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।