ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

সিলেটেই অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
সিলেটেই অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপ

ঢাকা: সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর। ঠিক এমনটাই জানালেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।



বৃহস্পতিবার (২৫ জুন) তিনি জানিয়েছেন, ‘আগস্টের ৭/৮ তারিখ থেকে অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ। তবে কক্সবাজার স্টেডিয়ামে ফ্লাড লাইটের সুবিধা নেই । তাই সেখানে ম্যাচ আয়োজন সম্ভব হবে না। ফলে সিলেট ভেন্যুতেই অনুষ্ঠিত হবে এ আসর। ’

আর এই টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ফুটবল দলের কোচ হিসেবে আসতে পারেন স্পেনের গঞ্জালো সানচেজ মরিনহো। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। বয়স ভিত্তিক এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ৭টি দল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তান।

তবে সাফ থেকে বেরিয়ে গেলেও অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে আফগানিস্তান। আর সাফের অপর সদস্য ভুটান এ আসরে অংশ নিচ্ছে না।
 
এ নিয়ে তৃতীয়বারের মতো এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এর আগে দু'বারের আয়োজক ছিল হিমালয়ের দেশ নেপাল। ২০১১ সালে প্রথম আসরে বাংলাদেশ চতুর্থ হয়েছিল। সেবার ৬টি দল অংশ নিয়েছিল। আর ২০১৩ সালের দ্বিতীয় আসরে ৭ দেশের মধ্যে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ২৫ জুন, ২০১৫
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।