ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

কলম্বিয়ানদের ইনজুরি আর্জেন্টাইনদের বাড়তি সুবিধা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
কলম্বিয়ানদের ইনজুরি আর্জেন্টাইনদের বাড়তি সুবিধা ছবি: সংগৃহীত

ঢাকা: কোপা আমেরিকার ৪৪তম আসরের তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা আর কলম্বিয়া। এ ম্যাচে কলম্বিয়ানদের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলার দল থেকে ছিটকে পড়ায় তা আর্জেন্টাইনদের জন্য বাড়তি সুবিধা এনে দিচ্ছে বলে জানালেন আর্জেন্টিনার কোচ জেরার্ড টাটা মার্টিনো।



শেষ আটের লড়াইয়ে এ ম্যাচে মাঠে নামার আগে কলম্বিয়া দল থেকে ছিটকে পড়েছেন কার্লোস বাক্কা, কার্লোস সানচেজ এবং এডুইন ভ্যালেন্সিয়া। ইনজুরির কারনে নেই সানচেজ ও ভ্যালেন্সিয়া। আর ব্রাজিল অধিনায়ক নেইমারের সঙ্গে অযথাই ধাক্কাধাক্কি করে নিষেধাজ্ঞার কবলে পড়েছেন বাক্কা।

কোয়ার্টার ফাইনালে হোসে পেকারম্যানের দল থেকে এ তিন তারকার ছিটকে পড়াকে আর্জেন্টাইন কোচ দেখছেন বাড়তি সুবিধা হিসেবে। তিনি জানান, মধ্যমাঠে সানচেজ আর ভ্যালেন্সিয়া না থাকায় আমরা বাড়তি সুবিধা পাব। আমি জানি না তারা কি করে মধ্যমাঠের শক্তি বাড়াবে। হয়তো ছিটকে পড়া এ দু’জনের জায়গায় একজন আসবে। সেটি হতে পারে আলেকজান্ডার মেজিয়া।

মার্টিনো প্রতিপক্ষের তারকা ফুটবলাররা না থাকায় যেমন স্বস্তিতে রয়েছেন, তেমনি ম্যাচের দায়িত্বে থাকা রেফারিদের নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। তিনি বলেন, আমি যতটা না প্রতিপক্ষের বাকী ফুটবলারদের নিয়ে ভয় পাচ্ছি, তার থেকে বেশি ভয় পাচ্ছি ম্যাচের রেফারিদের নিয়ে। সেরা রেফারিরাই এখানে দায়িত্ব পালন করছেন। তারপরও ম্যাচে এতটাই বাজে সিদ্ধান্ত নিচ্ছেন যে, ম্যাচের মোড় যেকোনো মুহূর্তে পাল্টে যেতে পারে।

শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় মুখোমুখি হবে গত বিশ্বকাপের রার্নাসআপ আর্জেন্টিনা আর একই আসরের কোয়ার্টার ফাইনালিস্ট কলম্বিয়া।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ২৬ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।