ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

সেমিতে মেসি নাকি ফ্যালকাও বাহিনী?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
সেমিতে মেসি নাকি ফ্যালকাও বাহিনী? ছবি: সংগৃহীত

ঢাকা: কোপা আমেরিকার তৃতীয় কোয়ার্টার ফাইনালে গত বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনা লড়বে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্ট কলম্বিয়ার বিপক্ষে। কাগজে-কলমের পরিসংখ্যানের মতো মাঠেও কলম্বিয়ার থেকে বেশ এগিয়ে আর্জেন্টাইনরা।



শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় জেমস রদ্রিগেজ, রাদামেল ফ্যালকাওদের কলম্বিয়া মাঠে নামবে তারকায় ভরা আর্জেন্টিনার বিপক্ষে। ২২ বছরের শিরোপা খরা কাটাতে আর্জেন্টাইনদের হয়ে মাঠ কাঁপাবেন লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, গঞ্জালো হিগুয়েন, কার্লোস তেভেজ আর সার্জিও আগুয়েরোর মতো তারকারা।

গ্রুপপর্বে চ্যাম্পিয়ন হয়েই শেষ আটের টিকিট করে নেয় আর্জেন্টিনা। প্রতিপক্ষের জালে তিন ম্যাচ থেকে মোট চারটি গোল করেছেন দলের সেরা তারকারা। প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করে জেরার্ড টাটা মার্টিনোর শিষ্যরা। গোল করেন আগুয়েরো এবং মেসি। নিজেদের দ্বিতীয় ম্যাচে আগুয়েরোর একমাত্র গোল উরুগুয়েকে হারায় আর্জেন্টিনা। আর গ্রুপের শেষ ম্যাচে জ্যামাইকার বিপক্ষে হিগুয়েনের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ১৪বারের চ্যাম্পিয়নরা।

অপরদিকে, সময়টা ভালো যাচ্ছে না কলম্বিয়ার। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ গোলে হেরে বসে। নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের বিপক্ষে জয় তুলে নেয় কলম্বিয়া। মুরিলোর একমাত্র গোলে জয় পায় তারা। আর গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে পেরুর বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে পরের রাউন্ডে উঠে ২০০১ সালের চ্যাম্পিয়ন কলম্বিয়া।

চলতি আসরে বল দখলের লড়াইয়ে কলম্বিয়ার থেকে এগিয়ে মেসি বাহিনী। ৪৪তম আসরে ৭০.৩১ শতাংশ সময় নিজেদের পায়ে বল রেখে অন্য সব দলের থেকে এগিয়ে আর্জেন্টাইনরা।

এর আগে মোট ৩৫ বার মুখোমুখি হয়েছে এ দু’দল। যার মধ্যে আর্জেন্টিনার জয় ২১ ম্যাচে। আর ৮ ম্যাচে জয় পেয়েছে কলম্বিয়া। বাকী ৬টি ম্যাচ ড্র হয়েছে।

নিজেদের শেষ ৫ ম্যাচের কোনোটিতেই হারেনি আর্জেন্টিনা। জ্যামাইকা, উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া আর ইকুয়েডরের বিপক্ষে খেলেছে টাটা মার্টিনো শিষ্যরা। অপরদিকে হোসে পেকারম্যানের কলম্বিয়া নিজেদের শেষ ৫ ম্যাচের তিনটিতে জিতেছে, একটি ম্যাচে হার ও অপরটিতে ড্র করেছে। পেরু, ব্রাজিল, ভেনেজুয়েলা, কোস্টারিকা আর কুয়েতের বিপক্ষে খেলেছে কলম্বিয়ানরা।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ২৬ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।