ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

আবারও হাইতি জাতীয় দলে সনি নর্দে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
আবারও হাইতি জাতীয় দলে সনি নর্দে সনি নর্দে/ছবি: সংগৃহীত

ঢাকা: সনি নর্দে, ক্রীড়া নৈপুণ্যে বাংলাদেশের ফুটবল সমর্থকদের মন জয় করে নেওয়া এক হাইতিয়ান ফুটবলার। শেখ রাসেলের হয়ে বাংলাদেশ মিশন শুরু করা এই ফুটবলার শেখ জামালেও খেলেছেন বছর খানেক।



সনির ব্যক্তিগত অর্জন আর তার পায়ের ছোঁয়াতেই শিরোপার স্বাদ পেয়েছে ক্লাবগুলো। বর্তমানে মাঠ মাতাচ্ছেন ভারতীয় ক্লাব মোহনবাগানের হয়ে। তবে সুখবর এবারও সনি নর্দে ডাক পেলেন হাইতি জাতীয় ফুটবল দলে।   

হাইতির অনূর্ধ্ব-২৩ ফুটবল দলে খেলেছেন তিনি। আর জাতীয় দলের হয়ে ২০০৮ সাল থেকে খেলছেন। জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর পর ভাগ্যদেবী খুব সহায় ছিল না তার। ১৭ ম্যাচে তার গোল মাত্র ২টি। তবে সাম্প্রতিক সময়ে ক্লাবগুলোতে তার পারফম্যান্সের কারণে আবারো হাইতি জাতীয় দলে লাল-নীল রংয়ের জার্সি গায়ে খেলবেন নর্দে।      

কনকাকাফ গোল্ড কাপে খেলার জন্য হাইতির ২৩ জনের দলে ডাক পেয়েছেন সনি। ৭ জুলাই পানামার বিরুদ্ধে ম্যাচ রয়েছে হাইতির। জুলাইতে রয়েছে আরও দু’টি ম্যাচ। কনকাকাফ জয়ী দল ২০১৭ ফিফা কনফেডারেশন্স কাপে অংশ গ্রহণের সুযোগ পাবে।

উল্লেখ্য, ভারতীয় ক্লাব মোহনবাগান থেকে সনি নর্দেকে শেখ জামাল আবারও তাদের দলে ফিরিয়ে আনতে চেষ্টা করেও পারেনি। জুলাইয়ের প্রথম সপ্তাহে মোহনবাগান ও সনি নর্দের মধ্যে নতুন করে চুক্তি হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ২৬ জুন ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।