ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

বাফুফের আর্থিক দণ্ড!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
বাফুফের আর্থিক দণ্ড! ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অনেক জটিলতার পর চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার কমলাপুরস্থ শহীদ সিপাহী বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে পৌঁছেছে আর্টিফিসিয়াল টার্ফ। তবে ফিফার কাছ থেকে অনুদানে পাওয়া এই টার্ফ নির্ধারিত সময়ে চট্টগ্রাম বন্দর থেকে খালাস না করার কারণে বাফুফেকে জরিমানা গুনতে হচ্ছে প্রায় ৪০ লাখ টাকা!

ফিফা গোল প্রজেক্ট-৪ এর আওতায় ২০১৪ সালের নভেম্বরে কমলাপুরের এ স্টেডিয়ামে শুরু হয় টার্ফ বসানোর কাজ।

আর চলতি বছরের জানুয়ারিতে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় দুই কন্টেইনার টার্ফ। ফেব্রুয়ারিতে কমলাপুর ডিপোতে এসে পৌঁছায় টার্ফের সাতটি কন্টেইনার। তবে রাজস্ব সংক্রান্ত জটিলতায় নির্ধারিত সময়ে টার্ফ খালাস করতে ব্যর্থ হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
 
পরবর্তীতে অর্থ মন্ত্রণালয়ের হস্তক্ষেপে ২ লাখ ২৫ হাজার ডলার মূল্যের টার্ফ রাজস্ব ছাড়াই ২৭ মে খালাসের ছাড়পত্র দেয় জাতীয় রাজস্ব বোর্ড।

এরপর নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সহযোগিতায় মওকুফ হয় এর পোর্ট চার্জও। কমলাপুর ডিপো থেকে চারটি ও চট্টগ্রাম বন্দরে থাকা দুই কন্টেইনার টার্ফ খালাস হয়। কিন্তু নির্ধারিত সময় পার হওয়ার কারণে বাফুফেকে গুণতে হয় বিপুল অঙ্কের আর্থিক জরিমানা। প্রায় ৪০ লাখ টাকা।

ইতোমধ্যেই কমলাপুর থেকে টার্ফ ভর্তি দুই কন্টেইনার মালামাল খালাস করা হয়েছে। এখন বাকী পাঁচ কন্টেইনার খালাসের অপেক্ষায় রয়েছে। চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন আটকে থাকা টার্ফটি অবশেষে শুল্ক বিভাগ বিনা শুল্কেই ছাড়তে রাজি হয়। যার ফলে গত বুধবার সন্ধ্যায় টার্ফ চট্টগ্রাম থেকে ঢাকার কমলাপুরে রেলস্টেশনে এসে পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে রেল কর্তৃপক্ষের কাছ থেকে তা বুঝে নেয় বাফুফে।  

জরিমানা প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘আর্টিফিশিয়াল টার্ফের জন্য ৯ কন্টেইনারের ক্ষতিপূরণ দিতে হবে। তবে সেই ক্ষতিপূরণ থেকেও ২০ শতাংশ মওকুফ হয়েছে। ফলে আর্টিফিশিয়াল টার্ফ চট্টগ্রাম বন্দর থেকে কমলাপুর হয়ে স্টেডিয়ামে আসতে বাফুফেকে প্রায় ৪০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হচ্ছে। ’

আর বাফুফের জন্য সুখবর, নির্দিষ্ট সময়ে কমলাপুর স্টেডিয়ামের কাজ শেষ করতে পারলে আরও দুটো টার্ফ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ফিফা কর্তৃপক্ষ। ফিফার কাছ থেকে আরও দুটি টার্ফ পাওয়ার কথা থাকলেও জাতীয় ক্রীড়া পরিষদের অসহযোগিতামূলক আচরণে বাধাগ্রস্থ হচ্ছে এই কার্যক্রম। সিলেটে অবস্থিত বাফুফে একাডেমি মাঠে বাফুফে টার্ফ বসানোর উদ্যোগ নিলেও জাতীয় ক্রীড়া পরিষদ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অসহযোগিতায় কারণে এখন অনেকটাই অনিশ্চয়তার মুখে বিষয়টি।

উল্লেখ্য, টার্ফটির আয়তন ১০৫ মিটার দৈর্ঘ্য এবং প্রস্থ ৬৮ মিটার। ১ জুলাই ফিফা প্রতিনিধি মার্কোস কেলারের পরিদর্শনের পর কমলাপুর স্টেডিয়ামে শুরু হবে চূড়ান্ত পর্যায়ের টার্ফ বসানোর কাজ।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ২৬ জুন ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।