ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

খেলার জন্য প্রস্তুত মাঠ!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
খেলার জন্য প্রস্তুত মাঠ!

ঢাকা: দু'দফা তারিখ পিছিয়ে রোববার (২৮ জুন) থেকে শুরু হচ্ছে মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফুটবলের দ্বিতীয় পর্বের খেলা। যা অনুষ্ঠিত হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে।



চলতি লিগের প্রথম লেগ অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। তবে মাঠের অবস্থা বেশ খারাপ ছিল। কারণ এ স্টেডিয়ামে মাত্রাতিরিক্ত ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া অপ্রতুল পানি নিষ্কাষণ ব্যবস্থা, নানা জাতের ঘাস সমস্যাসহ মাঠটি ছিল গর্তে ভরপুর। ফলে অল্প বৃষ্টিতেই পানি জমে যাওয়া, অসমতল মাঠে বল নিয়ন্ত্রণ আর শক্ত মাটিতে পড়ে গিয়ে ফুটবলারদের ইনজুরিতে পড়ার সমস্যা ছিল নিত্যনৈমত্তিক ঘটনা।

এদিকে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোঃ সালাউদ্দিনের ঘোষণা ছিল, সারা বছর মাঠে ফুটবল রাখা। আর এ ঘোষণা বাস্তবায়ন করতে মাঠ সমস্যা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে তিনি এখনও মাঠ সমস্যার সমাধান করতে পারেননি। এক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই সকল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান, রাষ্ট্রীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এখানে প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ, সুপার কাপ, স্বাধীনতা কাপ, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের ফাইনাল, পাইওনিয়ার ফুটবলের ফাইনাল, অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টসহ এএফসির অনেক ম্যাচ হয়ে থাকে।

আর মাঠটির বেহাল দশার জন্য সত্যি দায়ী করা যায় জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি)। কারণ মাঠটি তাদের নিয়ম অনুযায়ী সংস্কার ও রক্ষণাবেক্ষণ করার কথা। কিন্তু সেটি তারা করছে না। ফলে বাফুফেও মাঠটিকে ঠিকমতো ব্যবহার করতে পারছে না।

একটি ম্যাচ শেষ হলে আরেকটি ম্যাচ শুরুর মাঝে মাঠকে যে বিশ্রাম দিতে হয়, সেটা না দিয়েই এখানে টানা খেলা চলছে। ফলে বর্ষাকালে বৃষ্টির মধ্যে খেলা চলাকালে মাঠের অবস্থা হয়ে পড়ে শোচনীয়। মাঠের ঘাসগুলো ক্ষতিগ্রস্ত হয় চরমভাবে। নতুন ঘাস উঠতে, মাঠ খেলার উপযোগী করতে কমপক্ষে ২১ থেকে ২৮ দিন প্রয়োজন।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক মোহাম্মদ ইয়াহিয়া জানালেন, ‘প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের খেলা প্রথমে ২০ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল। পরে অবশ্য দুই দফা পিছিয়ে ২৮ জুন থেকে শুরু হচ্ছে। কিন্তু আমরা ২০ জুনের কথা মাথায় রেখেই মাঠটিকে পুরোপুরি খেলার উপযোগী করে ফেলেছি। মাঠ এখন পুরোপুরি খেলার জন্য প্রস্তুত। মাঠের ঘাসগুলো এবার ভিন্ন ডিজাইনে কাটা হয়েছে, যা দেখতে সুন্দর লাগবে ফুটবলপ্রেমীদের। ’

রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল সোয়া ৪টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে লিগের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। একই ভেন্যুতে সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে ঢাকা আবাহনী লিমিটেড বনাম রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ২৬ জুন ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।