ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

নেইমার ছাড়াই ব্রাজিল ভয়ঙ্কর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
নেইমার ছাড়াই ব্রাজিল ভয়ঙ্কর ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আমেরিকান ফুটবলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকার চলতি আসর থেকে ছিটকে পড়েন ব্রাজিলের নিয়মিত অধিনায়ক নেইমার। নিষেধাজ্ঞার কারণে বাকী ম্যাচগুলোতে অংশ নিতে পারবেন না তিনি।

কিন্তু এরপরও সেলেকাওদের শক্তিমত্তা কিছুতেই কমেনি বলে মনে করেন প্যারাগুয়ের অভিজ্ঞ সেন্টারব্যাক পাওলো দা সিলভা।

রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে তিনটায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে কোপা আমেরিকার ‘জায়ান্ট কিলার’ প্যারাগুয়ে।

সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে নেইমার বিহীন ব্রাজিলকেই বেশি ভয় করছেন ৩৫ বছর বয়সী সিলভা। তিনি বলেন, নেইমারকে ছাড়া ব্রাজিল দিকভ্রষ্ট হয়নি। তাকে ছাড়াই দলটি গ্রুপপর্বের শেষ ম্যাচে ভেনেজুয়েলাকে ২-১ গোলে হারিয়েছে। ব্রাজিল দলে নেইমারের উপস্থিতি গুরুত্বপূর্ণ। তবে, সেলেকাওরা তাকে ছাড়াও ভয়ঙ্কর।

প্যারাগুয়ের হয়ে ১২২ ম্যাচ খেলা সিলভা যোগ করেন, নেইমার কোন মাপের ফুটবলার তা গত মৌসুমে বিশ্বফুটবল উপলব্ধি করেছে। বার্সেলোনার হয়ে সে ট্রেবল শিরোপা জিতেছে। তবে, তাকে ছাড়া ব্রাজিলকে বেশি ভুগতে হয়না। চলতি টুর্নামেন্টে ভয়ঙ্কর ব্রাজিলের একটি ভুলই তাদের আসর থেকে ছিটকে দেওয়ার জন্য যথেষ্ট।

ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচকে বাঁচা-মরার ম্যাচ হিসেবে দেখছেন সিলভা। নিজেদের দলটি প্রসঙ্গে তিনি বলেন, সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ব্রাজিলকে রুখে দিয়ে সেমিতে যাওয়া আমাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে নেবে। আর নেইমারহীন সেলেকাওদের কাঁদিয়ে শেষ চারে যেতে পারাটা প্যারাগুয়াইনদের জন্য বিশেষ মুহূর্ত হবে।

প্যারাগুয়ে নিজেদের গ্রুপপর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষে ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে। দ্বিতীয় ম্যাচে জ্যামাইকাকে ১-০ গোলে হারায় সিলভার দল। আর তৃতীয় ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে কোয়ার্টার ফাইনালে আসে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ২৭ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।