ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

শুরু হল ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
শুরু হল ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের স্বনামধন্য ব্র্যান্ড ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় শনিবার থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা ২০১৫’। বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত ৮ দিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ৪ জুলাই পর্যন্ত।



জাতীয় ক্রীড়া পরিষদের ভবনে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের এডিশনাল ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের পিআর এন্ড মিডিয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর ফিরোজ আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।

এবারের এই প্রতিযোগিতায় প্রায় ১৪০ জন দাবাড়ু অংশ নিচ্ছেন। ৯ রাউন্ড-সুইস-লিগ পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভিন্ন ক্যাটাগোরির ২০ জন বিজয়ীকে ১ লাখ ২০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে। যেখানে সর্বোচ্চ প্রাইজমানি থাকবে ৩০ হাজার টাকা। আর সর্বনিম্ন দেড় হাজার টাকা।

রেটিং দাবা প্রতিযোগিতা অনেকটা ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার মতো। এর মাধ্যমে যারা নন রেটেড দাবাড়ু আছেন তারা রেটিং এর আওতায় আসতে পারেন। আবার যারা কম রেটিং এর মধ্যে আছেন তারা উন্নতি করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।