ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

রোববার শুরু হচ্ছে দ্বিতীয় লেগের খেলা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
রোববার শুরু হচ্ছে দ্বিতীয় লেগের খেলা

ঢাকা: কখনও রোদ কখনও বৃষ্টি। ঠিক এমন আবহাওয়ার খেলাই চলছে ঢাকার আকাশে গত কয়েকদিন ধরে।

এর মধ্যেই পেশাদার ফুটবলের সবচেয়ে বড় আয়োজন মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের খেলা শুরু হচ্ছে রোববার থেকে। প্রথমদিনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল সোয়া ৪টায় বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের মুখোমুখি ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। আর সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা আবাহনী লিমিটেড লড়বে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে।
 
ওদিকে খেলার আগের দিন বৃষ্টির কারণে মাঠে অনুশীলন করতে পারেনি কোন দলই। আর শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চিত্র ছিল খানিকটা ভিন্ন। কারণ গত কয়েকদিনের তুমুল বর্ষণে মাঠে কাদা ও জল জমে গেছে। মাঠের ঘাসও বড় হয়ে গেছে অনেক। তাই রবিবার আবহাওয়া উপর নির্ভর করছে এ ম্যাচ দুটির ভাগ্য।  
 
প্রিমিয়ার লিগের প্রথম লেগ শেষে ২৩ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে শেখ জামাল। আর দ্বিতীয় লেগেও জয়রথ অব্যাহত রাখতে চায় ধানমন্ডি পাড়ার দলটি। তবে আবহাওয়া জনিত কারণে ভয় আছে শেখ জামালের। এ ধরণের ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দলগুলো জ্বলে ওঠে মাঝে মধ্যেই। ওদিকে আবাহনীর প্রতিপক্ষ জায়ান্ট 'কিলার খ্যাত' রহমতগঞ্জ। তাই দ্বিতীয় লেগের প্রথম দিনই জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবল প্রেমীরা।

শেখ জামালের কোচ জোসেফ আফুসি জানালেন,‘এ মৌসুমে জামালকে চ্যাম্পিয়ন করতে চাই। আগামীকাল (রবিবার) ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রথম ম্যাচে জয় দিয়েই শুরু করতে চাই আমরা। ’

তবে জাতীয় দলের ১৩ ফুটবলারকে নিয়ে গড়া শেখ জামালের চোট সমস্যায় আক্রান্ত। ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধুরী এবং গোলরক্ষক শহীদুল আলম সোহেলেরর চোট এখনও সারেনি। এছাড়া ফরোয়ার্ড এমেকা ডার্লিংটনের লাল কার্ডের নিষেধাজ্ঞা কারণে খেলবেন না এ ম্যাচে। দ্বিতীয় লেগে জামাল দুই বিদেশীকে দলভুক্ত করেছে। তবে তারা এখনও বাংলাদেশে না আসায় ফলে প্রথম ম্যাচে দেখা মিলবে না তাদের। তাই ফরাশগঞ্জের বিপক্ষে অনেকটা দুর্বল দল নিয়েই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়নরা।
 
ওদিকে দ্বিতীয় লেগের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচটি হতে পারে আরো জমজমাট। ৮ পয়েন্ট নিয়ে আবাহনীর পরেই অবস্থান রহমতগঞ্জের। প্রথম লেগে শেখ রাসেল ও মুক্তিযোদ্ধাকে রুখে দেওয়া রহমতগঞ্জ চমকে দিতে পারে আবাহনীকে। আর প্রথম লেগে রহমতগঞ্জ ও ফরাশগঞ্জের সাথে ড্র করে আবাহনীও আছে বেশ বিপাকে।  

১০ ম্যাচে ৫ জয়, ২ ড্র ও ৩ হারে ১৭ পয়েন্ট ও ষষ্ঠ স্থান আছে ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী। দলের নির্ভরযোগ্য হাঙ্গেরিয়ান ফরোয়ার্ড জাবালোস সোর্বা পেটের মাংসপেশীর ইনজুরির কারণে নিজ দেশে ফিরে গেছেন। তাই প্রিমিয়ার লিগের চারবারের চ্যাম্পিয়ন আবাহনী নাইজেরিয়ান সানডে চিজোবা ও গাম্বিয়ান আবদু ডরবেকে দলে ভিড়িয়েছে। সানডে চিজোবা ঢাকা মাঠের পুরানো মুখ। তিনি ২০১০ সাল থেকে মোহামেডান, মুক্তিযোদ্ধা ও শেখ জামালের হয়ে খেলে গেছেন।  

আবাহনীর অস্ট্রিয়ান কোচ জর্জ কোটান জানালেন, 'ফরোয়ার্ড সমস্যা ছিল প্রথম লেগে। তবে সানডে ও ডরবে দু'জনই আক্রমণ ভাগের খেলোয়াড় হবার কারণে সে সমস্যা দূর হলো। রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচে এ দু'জনই খেলবে। ' 
 
দলটির ম্যানেজার সত্যজিত দাস রূপুর বলেন, ‘প্রথম লেগে খানিকটা পিছিয়ে আছি আমরা। এ পর্বে এগিয়ে যেতে দুজন বিদেশী দলে নিয়েছি। এ ম্যাচের শুরু থেকেই খেলবে ওরা। লিগটা বেশ জমে উঠেছে। তাই লিগ চ্যাম্পিয়ন হতে হলে সব ম্যাচ জিততে হবে আমাদের। ’

তবে 'জায়ান্ট কিলার' খ্যাত রহমতগঞ্জ চমকে দিতে পারে আকাশী-নীল শিবিরিকে। এটি তাদের পুরানো অভ্যাস। প্রাকৃতিক বাধা কাটিতে যদি মাঠে ফুটবল গড়ায় তাহলে প্রথম দিনেই হতে পারে লড়াই।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ২৭ জুন ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।