ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

রাকিব,পরাগ, সাইফদের সঙ্গে শীর্ষস্থানে শারমীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
রাকিব,পরাগ, সাইফদের সঙ্গে শীর্ষস্থানে শারমীন ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ও দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী ব্র্যান্ড ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে।

দ্বিতীয় রাউন্ডে গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, ফিদে মেহেদী হাসান পরাগ, মোহাম্মদ জাবেদ, মনির হোসেন, উতেন, গোলাম মোস্তফা ভূঁইয়া, আব্দুল্লাহ আল-সাইফ, মাহতাবউদ্দিন আহমেদ, মোঃ সাইফ উদ্দিন ও এনায়েত হোসেনসহ ২৮জন খেলোয়াড় পূর্ণ দুই পয়েন্ট অর্জন করে নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।



রোববার (২৮ জুন) দাবা কক্ষে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় রাকিব ফয়সালকে, মাহফুজ আসাদুজ্জামানকে, পরাগ বেলালকে, জাবেদ আমিনকে, মনির জিয়াউদ্দিনকে, উতেন রউফকে, মোস্তফা জাকারিয়াকে, সাইফ জহিরুলকে, মাহতাব ইলিয়াসকে এবং সাইফ আমাদুলকে, এনায়েত নাজমুলকে ও অনতা চৌধুরী ফিদে মাস্টার রেজাউল হককে পরাজিত করেন। জাবের আল হামিদ সোহেল চৌধুরীর সাথে ড্র করেন।

এদিকে, বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে সুলতানা কামাল ৩৫তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের প্রাথমিক পর্বে নারায়ণগঞ্জের মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন অপরাজিত থেকে প্রথম হয়েছেন।

শিরিন ৭ খেলায় ৬ পয়েন্ট পেয়ে প্রথম হন। সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা দ্বিতীয় স্থান অর্জন করেন। ৫ পয়েন্ট করে নিয়ে তৃতীয় হতে সপ্তম স্থান লাভ করেন যথাক্রমেঃ সামিহা শারমীন সিম্মী, নারায়ণগঞ্জের মোসাম্মৎ ঝর্না বেগম, ফাতেমা-তুজ-জোহরা শ্রাবনী, তানজিনা আক্তার তানী ও নারায়ণগঞ্জের সুমাইয়া খন্দকার।

এছাড়া, সাড়ে চার পয়েন্ট করে নিয়ে বরিশালের আফরিন জাহান মুনিয়া অষ্টম এবং নারায়ণগঞ্জের জোহরাতুল জান্নাত জিসা নবম হন।

প্রথম হতে অষ্টম স্থান প্রাপ্ত খেলোয়াড়রা চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবেন। ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এ ইভেন্টে ৩৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ২৮ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।