ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

কমনওয়েলথ দাবায় তৃতীয় জিয়া

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
কমনওয়েলথ দাবায় তৃতীয় জিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের রাজধানী নয়াদিল্লীতে অনুষ্ঠানরত কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে ঢাকা মোহামেডানের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান পাঁচ পয়েন্ট অর্জন করেছেন। ১৫ জনের সঙ্গে মিলিতভাবে তিনি পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।



মোহামেডানের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ চার পয়েন্ট, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ এবং হানিফ মোল্লা আড়াই পয়েন্ট করে অর্জন করেছেন।

রোববার (২৮ জুন) অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডের খেলায় জিয়া ভারতের আন্তর্জাতিক মাস্টার হিমাংশু শর্মার সঙ্গে ড্র করেন। নিয়াজ ভারতের আন্তর্জাতিক মাস্টার আকাশের কাছে ও মিনহাজ ভারতের সঞ্জয়ের কাছে হেরে যান। হানিফ ভারতের গোকুলাকৃষ্ণাকে পরাজিত করেন। রানী হামিদ ভারতের অদিতি আমানের সঙ্গে ড্র করেন।  

কমনওয়েলথ দাবার বয়সভিত্তিক গ্রুপের ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে ওপেন অনূর্ধ্ব-১২ এ তিতাসের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৪ পয়েন্ট নিয়ে ৪ জনের সঙ্গে মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন।

পঞ্চম রাউন্ড শেষে ওপেন অনূর্ধ্ব-১০ এ তাহসিন তাজওয়ার জিয়া আড়াই পয়েন্ট, বালিকা অনুর্ধ্ব-১০ এ সুমাইয়া হায়দার আড়াই পয়েন্ট এবং অনুর্ধ্ব-১৪ এ আকিব জাওয়াদ তিন পয়েন্ট অর্জন করেছেন।

ষষ্ঠ রাউন্ডের খেলায় আকিব ভারতের কাকারা আরিয়ামানকে পরাজিত করেন। ফাহাদ ভারতের কোস্তাভ চ্যাটার্জীর কাছে, তাহসিন ভারতের পাসরিচা জায়ানের কাছে ও সুমাইয়া ভারতের পান্ডা মিরাকলের কাছে হেরে যান।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ২৮ জুন, ২০১৫
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।