ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

রাদওয়ানস্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন বেনসিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
রাদওয়ানস্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন বেনসিস ছবি: সংগৃহীত

ঢাকা: টেনিস ক্যারিয়ারে প্রথম ডব্লিউটিএ’র শিরোপা জিতলেন সুইজারল্যান্ডের উঠতি তারকা বেলিন্ডা বেনসিস। ইস্টবোর্ন আন্তর্জাতিক ট্যুরের ফাইনালে বেলসিস হারিয়েছেন আগ্নিয়েস্কা রাদওয়ানস্কাকে।



১৮ বছর বয়সী বেনসিস ফাইনালে পোলিস তারকা রাদওয়ানস্কাকে ৬-৪, ৪-৬ ও ৬-০ সেটে হারান।

বিশ্ব টেনিসের সাবেক দুই নম্বর তারকা ২৬ বছর বয়সী রাদওয়ানস্কা ২০০৮ সালে শিরোপা জয়ের স্বাদ নিয়েছিলেন। ২০১২ সালে তিনি উইম্বলডন শিরোপায় রানার্সআপ হয়েছিলেন। অপরদিকে বেনসিস দুইবার উইম্বলডন শিরোপায় অংশগ্রহণ করলেও শিরোপার কাছাকাছি যেতে পারেন নি।

১৯৯৭ সালের উইম্বলডন চ্যাম্পিয়ন মার্টিনা হিঙ্গিসের অধীনে এবার ইস্টবোর্ন আন্তর্জাতিক ট্যুরে অংশ নিয়েছিলেন বেনসিস। ম্যাচ শেষে তিনি বলেন, এটা আমার জীবনের জন্য বিশেষ একটি মুহূর্ত। আমার একটি স্বপ্ন পূরণ হয়েছে, যা কোনোদিন ভুলতে পারব না। আমার দুই কোচ আমার মা (মিলানে মলিটর) এবং মার্টিনা হিঙ্গিসকে ধন্যবাদ জানাই।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ২৮ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।