ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

জাদুকরী মেধাসম্পন্ন নেইমার ভবিষ্যতের বিশ্বসেরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
জাদুকরী মেধাসম্পন্ন নেইমার ভবিষ্যতের বিশ্বসেরা ছবি: সংগৃহীত

ঢাকা: উরুগুয়ের তারকা সাবেক ফুটবলার দিয়েগো ফোরলানকে বাজে সময়ে পাশে পেলেন ব্রাজিলের নিয়মিত অধিনায়ক নেইমার। ফোরলান জানিয়েছেন, জাদুকরী মেধা রয়েছে নেইমারের।

তিনি বিশ্বাস করেন এ মেধাই এক সময় নেইমারকে বিশ্বসেরা ফুটবলার বানাবে।

ম্যানচেস্টার ইউনাইটেড, ভিয়ারিয়াল, অ্যাতলেতিকো মাদ্রিদে খেলা ফোরলানের মতে, সেলেকাও দলপতি কয়েক বছরের মধ্যে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, পর্তুগালের দলপতি ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকে যাবে।

নেইমার প্রসঙ্গে উরুগুয়ের জার্সি গায়ে ১১২ ম্যাচ খেলা ফোরলান বলেন, বার্সেলোনায় এ মৌসুমে অসাধারণ খেলেছে নেইমার। সে মাত্রই দ্বিতীয় মৌসুমে খেলতে নেমে কাতালানদের হয়ে ট্রেবল জিতেছে। শুধু ব্যক্তিগত সাফল্যই নয়, নেইমার আর্জেন্টাইন মেসি আর উরুগুয়াইন সুয়ারেজের সঙ্গে দারুণ বোঝাপড়ার মধ্য দিয়ে খেলে চলেছে। আর এটাই নেইমারের মেধা প্রমাণ করে।

কোপা আমেরিকার ৪৪তম আসরে গ্রুপপর্বের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মেজাজ হারিয়ে প্রতিপক্ষের ফুটবলারদের সঙ্গে অযথাই বিতণ্ডায় জড়িয়ে চার ম্যাচ নিষিদ্ধ হন নেইমার। ফলে, কোপা আমেরিকার আসর থেকে ছিটকে পড়েন বার্সা তারকা। এ প্রসঙ্গে ফোরলান বলেন, কিছু কিছু সময় আপনি ম্যাচে কিংবা ম্যাচ শেষে নিজের মেজাজ হারিয়ে ফেলতে পারেন। আমি মনে করি নেইমারের এগুলো ভুলে যাওয়া উচিৎ। ফুটবলে এমন ঘটনা স্বাভাবিক।

ট্রেবল জয়ী নেইমার প্রসঙ্গে ফোরলান যোগ করেন, নেইমার বিশ্বফুটবলের সেরা স্ট্রাইকারদের একজন। সে ব্রাজিলের মতো সেরা একটি দলের মূল অস্ত্র। নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়েও গোল করাতে নেইমারের জুড়ি নেই। ড্রিবলিংয়েও সে আমার চোখে সেরা স্ট্রাইকার। আর এসব কিছুই তাকে জাদুকরী ফুটবলার বানিয়ে ছাড়বে।

মেসির থেকে ৫ আর রোনালদোর থেকে ৭ বছরের ছোট নেইমার। ৩৬ বছর বয়সী ফোরলান জানান, বর্তমান ফুটবল বিশ্বে নেইমার আর্জেন্টাইন ফুটবলের ক্ষুদে জাদুকর মেসি আর পর্তুগিজ ফুটবলের সেরা তারকা রোনালদোর কাতারে অবস্থান করছে। যদিও নেইমারের অবস্থানটা এখনও দুই তারকার থেকে নিচে রয়েছে। কিন্তু আমি মনে করি খুব শিগগিরি ব্রাজিল অধিনায়ক মেসি, রোনালদোকে টপকে পারফরমেন্সের দিক দিয়ে এগিয়ে যাবে।

জাতীয় দলের দায়িত্ব পাওয়ার পর থেকে নেইমার সেলেকাওদের বদলে দিয়েছেন জানিয়ে ফোরলান শেষ করেন, নেইমার ব্রাজিল দলকে পরিবর্তন করে দিয়েছে। তার নেতৃত্বে দলের সবাই খেলতে পছন্দ করছে। এটা নেইমারের নেতৃত্ব গুনের একটি। আর এ জন্যই বারবার বলছি নেইমার দ্রুতই বিশ্বসেরা হবে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ২৯ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।