ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

ফাইনালের দৌড়ে মুখোমুখি চিলি-পেরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
ফাইনালের দৌড়ে মুখোমুখি চিলি-পেরু ছবি: সংগৃহীত

ঢাকা: শেষের পথে কোপা আমেরিকার ৪৪তম আসর। আসরের স্বাগতিক দেশ হিসেবে চিলি এখন পর্যন্ত দারুণ দাপট দেখিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় পেরুর বিপক্ষে শেষ চারের ম্যাচে মাঠে নামবে জর্জ সাম্পাওলির শিষ্যরা।

শেষ চারে উঠতে কোয়ার্টার ফাইনালের ম্যাচে চিলি ১-০ ব্যধানে হারিয়েছিল শক্তিশালী উরুগুয়েকে। তবে সে ম্যাচে উরুগুইয়ান তারকা এডিনসন কাভানির সঙ্গে অখেলোয়াড় সূলভ আচরণ করায় তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন চিলি ডিফেন্ডার গঞ্জালো জারা।

জারার অনুপস্থিতিতে দলের ক্ষতি হলেও চিলি গোলকিপার পাওলো গারসেস বলেন, ‘জারার ঘটনাটির জন্য আমরা সবাই লজ্জিত। সে আমাদের একজন মৌলিক খেলোয়াড় হিসেবে বাদ পড়েছে। ’

তিনি আরো বলেন, ‘আমাদের ২৩ জন ফুটবলার রয়েছে। আর ২৩ জনই এ পরিস্থিতির জন্য প্রস্তুত। আশা করি জারার পরিবর্তে অন্য ফুটবলার খেলতে প্রস্তুত। ’

এদিকে ফুরফুরে মেজাজে আছে দু’বারের কোপা চ্যাম্পিয়ন পেরু। কোয়ার্টারে দলটি বলিভিয়ার বিপক্ষে পাওলো গুইরেরোর হ্যাটট্রিকে ৩-১ ব্যবধানে জয় পেয়েছিল। আর রিকার্ডে গার্সিয়ার শিষ্যরা এ টুর্নামেন্টে অসাধারণ ভাবে খেলেই শেষ চারে উঠেছে। চিলি আর পেরুর ম্যাচকে বলা হয়ে থাকে ‘ক্ল্যাসিকো দেল প্যাসিফিকো’। তাই বলা যায় সেমিফাইনালের এ ম্যাচটি দু’দলের জন্যই সবচেয়ে বড় লড়াইয়ের ম্যাচ হতে যাচ্ছে।

এর আগে চিলি সর্বশেষ নিজেদের পাঁচ খেলার চারটিতেই জয় পেয়েছে। একটিতে হেরেছে। অন্যদিকে পেরু নিজেদের শেষ পাঁচ ম্যাচে দুটি জয়ের বিপরীতে একটি ম্যাচ হেরেছে। অন্যদুটি ড্র করে।

দু’দলের সর্বশেষ মুখোমুখি পাঁচবারের দেখায় অবশ্য চিলিই এগিয়ে। ২০১৪ সালে প্রীতি ম্যাচে ৩-০ ব্যবধানে জয় সহ চারটিতেই জয় পেয়েছে অ্যালেক্সিস সানচেজরা। অন্যদিকে পেরু জিতেছে মাত্র একটিতে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।